Beta
রবিবার, ১৯ মে, ২০২৪
Beta
রবিবার, ১৯ মে, ২০২৪

সুপার গ্র্যান্ডমাস্টারদের সঙ্গে ফাহাদের ড্র

দ্বিতীয় রাউন্ডে ফাহাদ রুখে দিয়েছেন যুক্তরাষ্ট্রের সুপার গ্র্যান্ডমাস্টার নিয়েমান হ্যান্স মোককে। ছবি: সংগৃহীত।
দ্বিতীয় রাউন্ডে ফাহাদ রুখে দিয়েছেন যুক্তরাষ্ট্রের সুপার গ্র্যান্ডমাস্টার নিয়েমান হ্যান্স মোককে। ছবি: সংগৃহীত।
Picture of ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

প্রথম গ্র্যান্ডমাস্টার নর্ম পাওয়ার পরই ফাহাদ রহমান বলেছিলেন, পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখতে চান। সেই লক্ষ্যে আপাতত ৩টি টুর্নামেন্টকে পাখির চোখ করেছেন এই আন্তর্জাতিক মাস্টার। এর প্রথম টুর্নামেন্ট শুরু হয়েছে দুবাইয়ে ৩ মে। এরপর অংশ নেবেন শারজাহ ও কাজাখস্থানে।

দুবাইয়ের  পুলিশ গ্লোবাল চেস চ্যালেঞ্জ মাস্টার্স ইভেন্টে একের পর এক চমক দেখিয়েই যাচ্ছেন ফাহাদ। প্রথম রাউন্ডে তিনি ড্র করেন চীনের সুপার গ্র্যান্ডমাস্টার ইউ ইয়ানগির সঙ্গে। প্রতিপক্ষ কতটা শক্তিশালী সেটা ইয়ানগির রেটিং দেখলেই পরিস্কার। চীনা এই গ্র্যান্ডমাস্টারের রেটিং ২৭২৮, ফাহাদের ২৪৩১।

মডার্ন ত্রিভুজ সিস্টেমে এই খেলাটি ড্র হয়। শুরুতে ফাহাদের জেতার মতো পরিস্থিতি থাকলেও ৪১ চালের মাথায় ড্র পজিশনে আসে ম্যাচটি। শেষ পর্যন্ত ৭৭ চালের মাথায় ড্র হয় এই ম্যাচ।  

এরপর দ্বিতীয় রাউন্ডে ফাহাদ রুখে দিয়েছেন যুক্তরাষ্ট্রের সুপার গ্র্যান্ডমাস্টার নিয়েমান হ্যান্স মোককে। এবার ফাহাদ উইনিং পজিশন থেকে ড্র করেন।

২৬৮৮ রেটিংধারী গ্র্যান্ডমাস্টারকে কালো ঘুটি নিয়ে আটকে দেন ফাহাদ। গ্র্যান্ডমাস্টার নিয়েমান আলোচিত হন সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেনকে হারিয়ে।

প্রথম রাউন্ডে ফাহাদ ড্র করেন চীনের সুপার গ্র্যান্ডমাস্টার ইউ ইয়ানগির সঙ্গে। ছবি: সংগৃহীত।

২০২২ সালে মাত্র ১৯ বছর বয়সে যুক্তরাষ্ট্রের সিনকুয়েফিল্ড কাপে নিয়োম্যান কার্লসেনকে হারিয়ে সারা বিশ্বে চমক দেখান। পরের ঘটনা ছিল আরও আলোচিত। কার্লসেন নিয়েমানের বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির অভিযোগ এনে টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করেন। ১৯ বছর বয়সী নিয়েমানও কম যাননি। ভিত্তিহীন মন্তব্যের জন্য কার্লসেনের বিরুদ্ধে ১০০ মিলিয়ন ডলার মানহানির মামলা করেন। পরে অবশ্য দুই জনের মধ্যেই সম্পর্ক স্বাভাবিক হয়। সেই দাবাড়ুর কাছ থেকে পয়েন্ট আদায় করে নেওয়া বড় কৃতিত্বই বলতে হবে ফাহাদের।   

তৃতীয় রাউন্ডে ফাহাদ খেলবেন কাজাখস্তানের মহিলা আন্তর্জাতিক মাস্টার নুরমান আলোয়ার বিপক্ষে। দুই রাউন্ড শেষে ফাহাদের পারফরম্যান্স রেটিং ২৭০৫। বর্তমান পয়েন্ট ১। ৯ রাউন্ডের এই টুর্নামেন্ট থেকে ফাহাদ আরও ছয় পয়েন্ট পেলে আরেকটি জিএম নর্ম পেতে পারেন। আন্তর্জাতিক মাস্টার থেকে গ্র্যান্ডমাস্টার হতে ৩টি জিএম নর্ম ও ২৫০০ রেটিং পয়েন্ট প্রয়োজন।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত