Beta
মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫
Beta
মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫

৪ কোটির ইপসউইচ প্রিমিয়ারে ফিরে পাবে ২০ কোটি পাউন্ড

pr1
[publishpress_authors_box]

ইপসউইচ টাউন ক্লাবকে ২০২১ সালে মাত্র ৪ কোটি পাউন্ডে কিনেছিল গেমচেঞ্জার ২০ লিমিটেড নামের মার্কিন বিনিয়োগ প্রতিষ্ঠান। সেই ক্লাবটি প্রিমিয়ার লিগে উঠা নিশ্চিত করল আজ (শনিবার)। চ্যাম্পিয়নশিপ লিগে হাডার্সফিল্ডকে ২-০ গোলে হারিয়ে শীর্ষ দুইয়ে থাকা নিশ্চিত করেছে এক সময়ের ইংলিশ ফুটবল লিগের পরাশক্তিরা।

লিস্টার সিটির পর দ্বিতীয় ক্লাব হিসেবে এবার প্রিমিয়ার লিগে ফিরল ১৯৬১-৬২ মৌসুমে প্রথম বিভাগে চ্যাম্পিয়ন হওয়া দলটি (ইংল্যান্ডের তখনকার শীর্ষ লিগ )। ৪৬ ম্যাচে ৯৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিস্টার সিটি। সমান ম্যাচে ৯৬ পয়েন্ট নিয়ে দুইয়ে ইপসউইচ। 

 তাতে আঙুল ফুলে রীতিমতো কলাগাছ ইপসউইচ। ৪ কোটি পাউন্ডে বিক্রি হওয়া ক্লাবটি কেবল প্রিমিয়ার লিগের টেলিভিশন স্বত্ব থেকেই পাবে ২০ কোটি পাউন্ড।

ওয়েস বার্নস ও ওমারি হাচিনসনের গোলে হাডার্সফিল্ডকে হারিয়ে একটা রেকর্ডও স্পর্শ করল ইপসউইচ। টানা দুই মৌসুম ‘প্রমোশন’ পেল তারা। গত মৌসুমে তৃতীয় স্তর থেকে চ্যাম্পিয়নশিপে জায়গা করে নিয়েছিল তারা। এবার সেখান থেকে প্রিমিয়ারে।

 ২০১২ সালে সাউদাম্পটনের পর প্রথম ক্লাব হিসেবে টানা দুই বছরে দুটি ধাপ অতিক্রম করল ইপসউইচ।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত