Beta
বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪

আর্সেনালের মাঠে হাল ছেড়ে দিয়েছিল চেলসি

বিশাল হারে বিধ্বস্ত চেলসি। ছবি: টুইটার
বিশাল হারে বিধ্বস্ত চেলসি। ছবি: টুইটার

“আমি তোমার জার্সি চাই না। আমি চাই তুমি আমাদের হয়ে লড়াই করো।”- চেলসির এক ছোট্ট সমর্থকের উঁচিয়ে ধরা ব্যানারে লেখা এই কথাগুলো ইংলিশ ফুটবলে রীতিমতো ভাইরাল। একইসঙ্গে এটা চেলসির জন্য চরম লজ্জারও নয় কী! অবস্থা কতটা করুণ হলে কোনও সমর্থকের হাতে এমন ব্যানার উঠতে পারে। প্রিমিয়ার লিগে আর্সেনালের কাছে ৫-০ গোলে বিধ্বস্ত হওয়ার ম্যাচে সামান্য লড়াই পর্যন্ত করতে পারেনি ব্লুরা। হাল ছেড়ে দিয়ে শেষ বাঁশির অপেক্ষাতেই যেন ছিল মাউরিসিও পোচেত্তিনোর দল।

আর্সেনালের মাঠ থেকে জিতে ফেরা কঠিন। সাম্প্রতিক পারফরম্যান্সে গানাররা ছিল ফেভারিট। তাই বলে ৫-০ গোলে বিধ্বস্ত হবে, এই ধারণাও হয়তো ছিল না চেলসি সমর্থকদের। কিন্তু মৌসুমের ‘সবচেয়ে বাজে ম্যাচ’ খেলে লজ্জায় মাথা নিচু করে মাঠ ছেড়েছে তারা। মাত্র চতুর্থ মিনিটে ব্লুরা পিছিয়ে পড়ে লিনড্রো ট্রোসার্ডের গোলে। এরপর দ্বিতীয়ার্ধে বেন হোয়াইট ও কাই হাভার্টজের জোড়া গোলে বড় জয় পেয়েছে আর্সেনাল।

আর্সেনালের বড় জয়ের পথে জোড়া গোল করেছেন কাই হাভার্টজ। ছবি: আর্সেনাল ডটকম

এই জয়ে ৩৪ ম্যাচে ৭৭ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান সুংসহত করেছে আর্সেনাল। অবশ্য তাদের চেয়ে ৩ পয়েন্টে পিছিয়ে থাকা লিভারপুল এক ম্যাচ কম খেলেছে। এছাড়া ৭৩ পয়েন্ট নিয়ে তিনে থাকা ম্যানচেস্টার সিটি কম খেলেছে দুই ম্যাচ। অন্যদিকে চ্যাম্পিয়নস লিগের জায়গা নিশ্চিতের পথে বড় ধাক্কা খেয়েছে চেলসি। ৩২ ম্যাচে তারা ৪৭ পয়েন্ট নিয়ে রয়েছে ৯ নম্বরে।

এমিরেটস স্টেডিয়ামে শুরুতে গোল হজম করলেও ফিরে আসার সুযোগ ছিল চেলসির। কিন্তু দ্বিতীয়ার্ধের ১৮ মিনিটের ঝড় তছনছ করে দেয় তাদের সবকিছু। তাতে ১৯৮৬ সালের পর লন্ডন ডার্বিতে সবচেয়ে বড় হারের তিক্ততা পায় চেলসি।

চেলসি কোচ মাউরিসিও পোচেত্তিনো। ছবি: টুইটার

হারের পর ব্লুদের কোচ পোচেত্তিনো জানিয়েছেন, তার দল হাল ছেড়ে দিয়েছিল। শিষ্যদের খেলার মধ্যে আগ্রাসী মনোভাবের ছিঁটেফোটাও খুঁজে পাননি তিনি। আর্জেন্টাইন কোচের বক্তব্য, “(এই হারের) ব্যাখ্যা দেওয়া মোটেও কঠিন নয়। সবাই দেখেছে ম্যাচের শুরু থেকে আমরা কোনও প্রতিদ্বন্দ্বিতা করতে পারিনি। গোল হজমের পর দল যেন দুর্বল হয়ে পড়ে। আমি ভীষণ হতাশ, কারণ আমাদের কর্মশক্তির কমতি ছিল না এবং আমরা অবশ্যই ভালোভাবে প্রতিদ্বন্দ্বিতা করার সামর্থ্য রাখি।”

সঙ্গে যোগ করেছেন, “দ্বিতীয়ার্ধটা আমরা অন্যভাবে শুরু করতে পারতাম। কিন্তু সেটা হয়নি। বরং তৃতীয় গোল হজম করার পর আমরা হাল ছেড়ে দেই। আমরা ম্যানচেস্টার সিটির বিপক্ষে (এফএ কাপ সেমিফাইনালে) দারুণ খেলেছি, অসাধারণ একটা ম্যাচ ছিল। কিন্তু তিন দিন পর আমরা কিছুই করতে পারলাম না।”

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত