Beta
সোমবার, ২০ মে, ২০২৪
Beta
সোমবার, ২০ মে, ২০২৪

বায়ার্ন ডিফেন্ডার জানালেন, লাইন্সম্যান ভুল স্বীকার করেছেন

বায়ার্ন মিউনিখ-০৫
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

অবশ্য এমন এক ম্যাচেরই প্রত্যাশা ছিল। যেখানে ফুটবলীয় সৌন্দর্য যেমন মোহিত করেছে, তেমনি বিতর্কের ছোঁয়ায় প্রশ্নের জন্ম দিয়েছে। শেষ বাঁশি বাজার ঠিক আগমুহূর্তে বায়ার্ন মিউনিখের একটি গোল অফসাইডে বাতিল হওয়া নিয়ে বিতর্কের তৈরি হয়েছে। অফসাইডের পতাকা তোলা ওই রেফারি পরে ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছেন বলে দাবি করেছেন বায়ার্ন ডিফেন্ডার ম্যাথিয়াস ডি লিট।

চ্যাম্পিয়নস লিগের ফাইনালে পৌঁছে গেছে রিয়াল। সান্তিয়াগো বার্নাব্যুতে সেমিফাইনালের ফিরতি লেগে শুরুতে পিছিয়ে পড়েছিল স্বাগতিকরা। তবে শেষ দিকে দুই মিনিটের ঝড়ে ২-১ গোলের জয়ে মাঠ ছেড়েছে কার্লো আনচেলত্তির দল। তাতে দুই লেগ মিলিয়ে ৪-৩ অগ্রগামিতায় ফাইনাল নিশ্চিত হয় লস ব্লাঙ্কোদের।

তবে রিয়ালের জয়টা প্রশ্নবিদ্ধ হয়ে উঠেছে বায়ার্নের গোলের দাবিতে। ঘটনাবহুল ম্যাচে দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইম দেওয়া হয়েছিল ৯ মিনিট। সেই সময়টাও আরও বেড়ে যায় ইনজুরি টাইমের প্রথম মিনিটে হোসেলু গোল করলে।

তখন যোগ করা সময়ের ১৩ মিনিটের খেলা চলছিল, রেফারি শেষ বাঁশি বাজাবেন বলে মনে হচ্ছিল। ঠিক তখনই বল জালে জড়ান ডি লিট। কিন্তু লাইন্সম্যান তোলেন অফসাইডের পতাকা। ওই সময়ই রেফারি বাঁশি বাজিয়ে দিলে রিয়াল খেলোয়াড়রা খেলা থামিয়ে দেন।

রেফারি সাইমন মার্চিনিয়াক বাঁশি বাজানোর কারণে সেটি অফসাইড হয়েছিল কিনা, তা পরীক্ষা করে দেখার সুযোগ ছিল না ভিএআরের। ডি লিটের বাতিল হওয়া গোল নিয়েই আলোচনা-সমালোচনা হচ্ছে বেশি। কারণ ওই গোলটি হলে স্কোরলাইন হয় ২-২, তাতে ম্যাচ চলে যায় অতিরিক্ত সময়ে।

টিভি রিপ্লেতে দেখা গেছে অফসাইডটি খুব ‘ক্লোজ’ ছিল। এজন্য লাইন্সম্যান নাকি ক্ষমাও চেয়েছেন। ম্যাচ শেষে ডি লিট বলেছেন, “লাইনসম্যান আমাকে বলেছেন, ‘দুঃখিত, আমি ভুল করেছি।”

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত