Beta
রবিবার, ১৯ মে, ২০২৪
Beta
রবিবার, ১৯ মে, ২০২৪

ইসরায়েলি সামরিক গোয়েন্দা প্রধানের পদত্যাগ

গত ডিসেম্বরে গাজায় দেখা গিয়েছিল মেজর জেনারেল আহারন হালিভাকে (বাঁয়ে)। ছবি : বিবিসি
গত ডিসেম্বরে গাজায় দেখা গিয়েছিল মেজর জেনারেল আহারন হালিভাকে (বাঁয়ে)। ছবি : বিবিসি
Picture of সকাল সন্ধ্যা ডেস্ক

সকাল সন্ধ্যা ডেস্ক

হামাসের হামলা ঠেকাতে ব্যর্থতার দায় মাথায় নিয়ে পদত্যাগ করেছেন ইসরায়েলের সামরিক গোয়েন্দা প্রধান মেজর জেনারেল আহারন হালিভা।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) বরাত দিয়ে সোমবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

গত বছরের ৭ অক্টোবর গাজা ভূখণ্ড থেকে ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। ওই হামলায় প্রায় ১ হাজার ২০০ জন নিহত হয়, যাদের মধ্যে ইসরায়েলি ছাড়াও বিভিন্ন দেশের নাগরিকও ছিলেন।

এ ছাড়া ইসরায়েলে ঢুকে পড়া হামাসের যোদ্ধারা ওই দিন ২৫৩ জনকে অপহরণ করে গাজায় নিয়ে যায়।

এই হামলার পর ইসরায়েলের সামরিক গোয়েন্দা প্রধান মেজর জেনারেল আহারন হালিভাই দেশটির প্রথম জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে সোমবার পদত্যাগের ঘোষণা দিলেন।

আইডিএফ জানিয়েছে, মেজর জেনারেল হালিভা পদত্যাগ করলেও এই পদে নতুন কাউকে নিয়োগ দেওয়ার আগ পর্যন্ত তিনিই সামরিক গোয়েন্দা প্রধান হিসেবে দায়িত্ব চালিয়ে যাবেন।

পদত্যাগের কথা জানিয়ে দেওয়া এক চিঠিতে আহারন হালিভা স্বীকার করেন, তার গোয়েন্দা দপ্তরের ওপর রাখা আস্থার প্রতিদান তারা দিতে পারেনি।

গত ৭ অক্টোবরের হামলার পর থেকেই হামাসকে নির্মূল করার লক্ষ্য নিয়ে ফিলিস্তিনের গাজায় সামরিক অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী।

গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযানে এ পর্যন্ত ৩৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত