Beta
রবিবার, ১৯ মে, ২০২৪
Beta
রবিবার, ১৯ মে, ২০২৪

প্যারিসে এমবাপ্পের ফাইনাল অভিযান

2222222222
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

পিএসজিতে সাত বছরের পথ চলার শেষ প্রান্তে কিলিয়ান এমবাপ্পে। চ্যাম্পিয়নস লিগে আজই (মঙ্গলবার) ঘরের মাঠ পার্ক দ্য প্রিন্সেসে শেষ ম্যাচ তার। বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে সেই ম্যাচটা চ্যাম্পিয়নস লিগের ফাইনালের অভিযানও (ম্যাচ শুরু রাত ১টায়, দেখাবে সনি স্পোর্টস ১)।

প্রথম লেগে ডর্টুমুন্ডের মাঠে ১-০ গোলে হেরেছে পিএসজি। সেদিন এমবাপ্পে, দেম্বেলেদের একের পর এক প্রচেষ্টা বাধা পায় পোস্টে। ফিরতি লেগে কি সেই হতাশা কাটাতে পারবে পিএসজি? আশার কথাই শোনালেন এমবাপ্পে, ‘‘অনেক চাপ আছে, এটা স্বাভাবিক কারণ ম্যাচটা চ্যাম্পিয়নস লিগ ফাইনালে জায়গা পাওয়ার। আমরা শান্ত আছি। সবাই আত্মবিশ্বাসী, আমরা গোল করতে পারব আর ফাইনালে খেলব।’’

এবারের চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালেই বার্সার কাছে প্রথম লেগ হারের পর ফিরতি লেগে জিতেছিল পিএসজি। চার বছর আগে ডর্টমুন্ডের মাঠে হেরে এলেও পার্ক দ্য প্রিন্সেসে প্রতিশোধ নিয়েছিল পিএসজি। তাহলে আজ সেমিফাইনালে কেন নয়?

তাছাড়া পার্ক দ্য প্রিন্সেসে কখনও জিততে পারেনি ডর্টমুন্ড। এখানে তিনবার এসে হেরেছি দুবার, ড্র অন্য ম্যাচে। আজ অবশ্য ড্র করলেও পেয়ে যাবে ফাইনালের টিকিট। আর সেটাই লক্ষ্য কোচ এডিন টেরচিজের, ‘‘ওদের এটা মিশন আর আমাদের স্বপ্ন (ফাইনাল খেলা)। এজন্য অনেক জায়গায় উন্নতি করতে হবে আমাদের। কারণ ওরাও অনেক  ভালো করবে।’’

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত