Beta
সোমবার, ২০ মে, ২০২৪
Beta
সোমবার, ২০ মে, ২০২৪

বিতর্কের পর লা লিগা প্রেসিডেন্টের ‘দুই শব্দের’ ব্যাখ্যা

bbb
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

এল ক্লাসিকো শেষ। এর উত্তাপ রয়ে গেছে এখনও। রেফারির ভুলেই কি ম্যাচটা ৩-২ গোলে হারল বার্সেলোনা, উঠছে এমন প্রশ্নও। বিশেষ করে ২৮ মিনিটে লামিনে ইয়ামালের শট গোললাইন অতিক্রম করেছিল কিনা, এ নিয়ে তর্ক হচ্ছে বেশি।

ইউরোপে মর্যাদার অন্য চার লিগে গোললাইন প্রযুক্তি থাকলেও, নেই লা লিগায়। এর পেছনে খরচ হয় ২.৬ মিলিয়ন পাউন্ড। সেটাই করতে চান না লা লিগা প্রেসিডেন্ট হাভিয়ের তেবাস। এ নিয়েও উত্তাল সামাজিক যোগাযোগ মাধ্যম।

বিতর্ক শুরু হওয়ার পর এক্সে একটি পোস্ট দেন তেবাস। কয়েকটি  সংবাদের শিরোনামের স্ক্রিনশট এক করে পোস্ট করেছেন তেবাস। গোললাইন প্রযুক্তির ভুল নিয়ে করা হয়েছিল সেই রিপোর্টগুলো। এরপর ক্যাপশনে লেখা ‘নো কমেন্ট’। অর্থাৎ এখনও গোললাইন প্রযুক্তি না থাকার পক্ষে তেবাস।

বার্সেলোনা অবশ্য এটা মানত পারছে না। গোলরক্ষক টের স্টেগেন উগরে দিলেন ক্ষোভ, ‘‘এটা ফুটবলের জন্যই লজ্জার। এখানে এত টাকা খরচ করা হয়, কিন্তু যার জন্য গুরুত্বপূর্ণ সেটার জন্যই নেই। বুঝতে পারছি না অন্য লিগে যে প্রযুক্তি আছে সেটা আমরা কেন নিতে পারছি না।’’

ক্ষুব্ধ বার্সা কোচ জাভি এর্নান্দেসও, ‘‘ গোললাইন প্রযুক্তি না থাকাটা অস্বস্তির। লা লিগাকে বিশ্বসেরা করতে হলে এটা লাগবেই। আমার আর কিছু বলার নেই। মনে হচ্ছে আমরা পুরোপুরি অবিচারের শিকার।’’

 

রেফারিং নিয়ে বিতর্ক বাড়াতে চাননি রিয়াল কোচ কার্লো আনচেলোত্তি। তবে ম্যাচের ফল ড্র হলেও আপত্তি ছিল না তার, ‘‘সত্যি বললে ম্যাচটা ড্র হলে হয়ত সঠিক হত। আমাদের জন্য ড্র খারাপ ফল ছিল না। ২-২ হওয়ার পর ওরা বেশি আক্রমণাত্মক হয়ে যায়। ওদের ভারসাম্যও নষ্ট হয়, যে সুযোগটা নিয়েছি আমরা।’’

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত