Beta
সোমবার, ২০ মে, ২০২৪
Beta
সোমবার, ২০ মে, ২০২৪

১৮ মাস পর ফিরলেন সাইফউদ্দিন

সাইফউদ্দিন
Picture of ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

চোটের জন্য ছিটকে গিয়েছিলেন মোহাম্মদ সাইফউদ্দিন। জাতীয় দলের হয়ে সবশেষ ২০২২ সালের অক্টোবরে খেলেছিলেন তিনি। সেই চোট কাটিয়ে নজরকাড়া পারফর্ম্যান্স করেছিলেন বিপিএলে। ভালো খেলছেন ঢাকা প্রিমিয়ার লিগেও। এরই পুরস্কার পেলেন এই অলরাউন্ডার। জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের ১৫ সদস্যের দলে ১৮ মাস পর ফেরানো হয়েছে তাকে।

জিম্বাবুয়ে সিরিজের দলে একেবারে নতুন মুখ তানজিদ হাসান তামিম। বিশ্বকাপ সামনে রেখে এই ওপেনারকে টি-টোয়েন্টিতে দেখে নিতে চান নির্বাচকরা। তাই জিম্বাবুয়ে সিরিজে টি-টোয়েন্টি অভিষেকের অপেক্ষায় আছেন তামিম। এছাড়া অপর তরুণ ওপেনার পারভেজ হোসেন ইমনকেও দলে সুযোগ দেয়া হয়েছে।

ইমন সবশেষ জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছিলেন ২০২২ সালে জিম্বাবুয়ের বিপক্ষেই। ওই ম্যাচে মাত্র ২ রানে আউট হন এই ওপেনার। এরপর চীনে এসএ গেমসে দুটো ম্যাচ খেলেছিলেন ইমন। এর সঙ্গে টি-টোয়েন্টি দলে ফেরার সুখবর পেয়েছেন আফিফ হোসেন ও বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম।

দুই ওপেনার দলে ‍সুযোগ পাওয়ায় শ্রীলঙ্কা সিরিজে ঘোষিত টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়েছেন দুই ওপেনার এনামুল হক বিজয় ও মোহাম্মদ নাঈম শেখ। স্পিনার তাইজুল ইসলামও জায়গা হারিয়েছেন। ইনজুরির জন্য ডাক পাননি সৌম্য সরকার। আর আইপিএল থেকে ফিরে বিশ্রামের জন্য রাখা হয়নি মোস্তাফিজুর রহমানকেও। সিরিজের শেষ দুই ম্যাচের দলে মোস্তাফিজের সঙ্গে দলে ফিরতে পারেন সাকিব আল হাসানও।

সাকিব না থাকায় তার অভাব পূর্ণ করবেন আফিফ হোসেন। এ ব্যাপারে নির্বাচক হান্নান সরকার বলেছেন, “সাকিব আল হাসান ৩০ এপ্রিল দেশে ফিরবে। ছুটি থেকে এসেই আন্তর্জাতিক খেলা কঠিন। তাই সিরিজের প্রথম ভাগে তাকে দলে রাখা হয়নি। তার অভাবটা পূরণে আফিফকে রাখা হয়েছে। আর সাইফউদ্দিনকে একজন পেস বোলিং অলরাউন্ডার হিসেবে আমরা দেখছি। ওকে সেই দায়িত্ব দেয়া হয়েছে।”

জিম্বাবুয়ে সিরিজের আগে বিশেষ ক্যাম্পের জন্য ১৭ সদস্যের দল আগেই ঘোষণা করেছিলেন নির্বাচকরা। সেখান থেকেই বেছে নেওয়া হয়েছে ১৫ সদস্যের দল। ক্যাম্প থেকে বাদ পড়েছেন শুধু হাসান মাহমুদ ও সৌম্য।

বাংলাদেশ দল: নাজমুল হোসেন (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলী, মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান, পারভেজ হোসেন, তানভীর ইসলাম, আফিফ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত