Beta
সোমবার, ২০ মে, ২০২৪
Beta
সোমবার, ২০ মে, ২০২৪

শনিবার বিকালে পালিয়ে রবিবার ভোররাতে ধরা

শরীয়তপুরের আদালত ভবন থেকে শনিবার বিকালে পালিয়ে যান বাবু ফকির।
শরীয়তপুরের আদালত ভবন থেকে শনিবার বিকালে পালিয়ে যান বাবু ফকির।
Picture of আঞ্চলিক প্রতিবেদক, ফরিদপুর

আঞ্চলিক প্রতিবেদক, ফরিদপুর

শরীয়তপুর জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে শনিবার বিকালে হাতকড়া খুলে পালিয়ে গিয়েছিলেন হত্যামামলার এক আসামি।

রবিবার ভোররাত ৪টার দিকে তাকে ঢাকার টিকাটুলি থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন শরীয়তপুরের পুলিশ সুপার মো. মাহবুবুল আলম।

পুলিশ হেফাজত থেকে পালিয়ে আবার গ্রেপ্তার হওয়া আসামি বাবু ফকির (৩০) শরীয়তপুর সদর উপজেলার পূর্ব কোটাপাড়া এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে সম্প্রতি হত্যামামলা হয়েছে।

মামলার নথি থেকে জানা গেছে, বুধবার রাতে শরীয়তপুরের নড়িয়া উপজেলার জপসা গ্রামের মোহাম্মদ আলী মাদবরের স্ত্রী মুন্নী বেগমকে নিয়ে পালিয়ে যান গ্রামের মামুন চৌকিদার নামে এক ব্যক্তি। পরদিন মোহাম্মদ আলীর মরদেহ সদর উপজেলার সুজনদোয়াল এলাকার একটি পুকুর থেকে উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় নিহতের ভাই কেরামত মাদবর পালং মডেল থানায় হত্যামামলা করেন। মামলায় বাবু ফকিরকে অন্যতম আসামি করা হয়। শুক্রবার রাতে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

কোর্ট পুলিশের পরিদর্শক আলমগীর হোসেন মজুমদার বলেন, ১৬৪ ধারায় জবানবন্দি দেওয়ার জন্য শনিবার দুপুর আড়াইটার দিকে পালং মডেল থানা থেকে প্রিজন ভ্যানে শরীয়তপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১ আদালতে আনা হয় বাবু ফকিরকে।

একপর্যায়ে জবানবন্দি রেকর্ডের জন্য আদালতের বারান্দায় বাবু ফকিরকে দাঁড় করায় পুলিশ। সেসময়ই হঠাৎ তিনি হাতকড়া খুলে পালিয়ে যান।

বাবু ফকিরকে ধরতে পুলিশের কয়েকটি টিম কাজ করছে বলে শনিবার জানিয়েছিলেন শরীয়তপুরের পুলিশ সুপার মাহবুবুল।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত