Beta
সোমবার, ২০ মে, ২০২৪
Beta
সোমবার, ২০ মে, ২০২৪

মোস্তাফিজকে হারিয়ে হতাশ চেন্নাই

মোস্তাফিজ-৫৭
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

শেষ হয়েছে মোস্তাফিজুর রহমানের এবারের আইপিএল মিশন। ভারতীয় প্রতিযোগিতায় খেলার জন্য ১ মে পর্যন্ত তাকে অনাপত্তিপত্র দিয়েছিল বিসিবি। এখন জিম্বাবুয়ে সিরিজে যোগ দিতে তাকে ফিরতে হচ্ছে দেশে। বাঁহাতি পেসার এবার চেন্নাই সুপার কিংসের অন্যতম ভরসার নাম হয়ে উঠেছিলেন। স্বাভাবিকভাবেই তাকে হারিয়ে হতাশ চেন্নাই ফ্র্যাঞ্চাইজি।

বুধবার ছিল ২০২৪ আইপিএলে মোস্তাফিজের শেষ ম্যাচ। যদিও শেষটা জয়ে রাঙাতে পারেননি। পাঞ্জাব কিংসের বিপক্ষে তার দল চেন্নাই হেরেছে ৭ উইকেটে। এই ম্যাচে পেস আক্রমণ সাজাতে হিমশিম খেতে হয়েছে রুতুরাজ গায়কোয়াড়দের। চোটের কারণে ছিলেন না মাতিশা পাথিরানা। ফ্লুতে আক্রান্ত হওয়ায় খেলতে পারেননি তুষার দেশপান্ডে। সেই সমস্যা আরও প্রকট হয় দীপক চাহার মাত্র ২ বল করে চোট নিয়ে মাঠ ছাড়লে।

সমস্যা আরও আছে চেন্নাইয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ভিসার কাজ করতে শ্রীলঙ্কায় যেতে হচ্ছে পাতিরানা ও মাহিশ থিকশানাকে। দলের এত সমস্যার মাঝে আইপিএল শেষ করলেন মোস্তাফিজ। বাংলাদেশি পেসারকে হারানোর হতাশা গোপন করেননি চেন্নাই কোচ স্টিফেন ফ্লেমিং।

পাঞ্জাবের কাছে হারের পর তিনি বলেছেন, “শ্রীলঙ্কান ক্রিকেটাররা ভিসার জন্য (দেশে) ফিরবে। আশা করি, তাদের কাজ দ্রুত শেষ হবে এবং আমরা তাদের পরের ম্যাচে পাবো। মোস্তাফিজকে হারানোটা হতাশার। আসলে অনেক কিছুই ঘটছে (বোলিং বিভাগে)।”

শেষ ম্যাচেও পারফরম্যান্সে উজ্জ্বলতা ছড়িয়েছেন মোস্তাফিজ। উইকেট পাননি ঠিক, তবে পাঞ্জাবের ব্যাটারদের সুবিধা করতে দেননি। ৪ ওভারে রান দিয়েছেন মাত্র ২২, আছে একটি মেডেন ওভারও। বাঁহাতি পেসার এবারের আইপিএল শেষ করলেন নামের পাশে ১৪ উইকেট নিয়ে।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত