Beta
রবিবার, ১৯ মে, ২০২৪
Beta
রবিবার, ১৯ মে, ২০২৪

‘চতুর’ মোস্তাফিজকে হারানোর বেদনায় চেন্নাই

221
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

আজ (মঙ্গলবার) আবারও এম এ চিদাম্বরম স্টেডিয়ামে ফিরছেন মোস্তাফিজুর রহমান। প্রতিপক্ষ লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। এই মাঠের ধীর গতির উইকেটে এবার সবচেয়ে সফল মোস্তাফিজ। এখানে ৩ ম্যাচ খেলে নিয়েছেন ৮ উইকেট। তবে আর বেশিদিন তাকে পাবে না চেন্নাই। ১ মে সর্বশেষ ম্যাচ খেলে ফিরে আসবেন দেশে।

মোস্তাফিজকে ছেড়ে দিতে তাই খারাপ লাগছে চেন্নাইয়ের। ম্যাচের আগের সংবাদ সম্মেলনে সে কথাই বললেন চেন্নাইয়ের ব্যাটিং কোচ মাইক হাসি, ‘‘মোস্তাফিজুর রহমানের অসাধারণ স্লোয়ার আছে যা বোঝা কঠিন। বিশেষ করে চেন্নাইয়ে। ও বাংলাদেশে ফিরে গেলে আমাদের খারাপ লাগবে কিন্তু ওর দেশ ওকে ডাকছে। মোস্তফিজ যত দিন থাকতে পারে আমরা তাকে ততদিনই রাখতে চাই। ওর পারফরম্যান্সে সন্তুষ্ট আমরা।’’

এম এ চিদাম্বরম স্টেডিয়ামে সর্বশেষ কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ৪ ওভারে ২২ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন মোস্তাফিজ। আন্দ্রে রাসেল, মিচেল স্টার্করা তার বলে আউট হয়ে বিস্মিতই হয়েছিলেন (বল না বুঝে)। এই উইকেটে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষেও ভালো করতে মুখিয়ে ৬ ম্যাচে ১১ উইকেট নেওয়া মোস্তাফিজ।

বেগুনি টুপির লড়াইয়ে এখনও টিকে আছেন মোস্তাফিজ। ১৩ উইকেট নিয়ে তার সামনে জাসপ্রিত বুমরা, যুযবেন্দ্র চাহাল ও হার্শাল প্যাটেল। মাঝ পথে ফিরে আসায় এই লড়াই থেকে একটা সময় নিশ্চিতভাবে ছিটকে যাবেন মোস্তাফিজ।

তবে আইপিএলে চেন্নাইয়ের হয়ে খেলে তিনি যে আরও পরিণত ও চতুর হয়েছেন সেটাই স্মরণ করিয়ে দিলেন ভারতীয় সাবেক ক্রিকেটার মনোজ তিওয়ারি, ‘‘উইকেট যদি ধীর গতির হয় তাহলে মোস্তাফিজকে তো আপনি চাইবেনই। ও এখন অনেক চতুর হয়ে গেছে। আসলে চেন্নাইয়ে যাওয়ার পর খেলোয়াড়দের এমনিতেই উন্নতি হয়। কারণ দলের পরিবেশ আর তত্ত্বাবধান করা সবকিছু অন্যরকম।’’

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত