Beta
সোমবার, ২০ মে, ২০২৪
Beta
সোমবার, ২০ মে, ২০২৪

শেষ ম্যাচে উইকেটহীন মোস্তাফিজ

১৪ উইকেট নিয়ে শেষ হল মোস্তাফিজের এবারের আইপিএল অভিযান। ছবি : বিসিসিআই
১৪ উইকেট নিয়ে শেষ হল মোস্তাফিজের এবারের আইপিএল অভিযান। ছবি : বিসিসিআই
Picture of ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

ম্যাচ সেরা হয়েছিলেন প্রথম ম্যাচে। মাঝখানে উত্থান-পতন গেছে। তবে শেষ ম্যাচটা রাঙিয়ে দেওয়ার সুযোগ ছিল মোস্তাফিজুর রহমানের। পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচটা ছিল চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে, যেখানে এবারের মৌসুমে এর আগে ৫ ম্যাচে পেয়েছিলেন ১১ উইকেট। তবে ষষ্ঠ ম্যাচ আর এবারের আসরে নিজের শেষ ম্যাচটা কাটল উইকেটহীন।

হেরে গেছে মোস্তাফিজের দল চেন্নাই সুপার কিংসও। পাঞ্জাব কিংস তাদের হারায় ৭ উইকেটে। চেন্নাইয়ের ১৬২ রানের চ্যালেঞ্জ ১৩ বল হাতে রেখে পেরিয়ে যায় পাঞ্জাব। এই হারে ১০ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে চার নম্বরে এখন চেন্নাই। ৮ পয়েন্ট পাওয়া পাঞ্জাব আছে ৭ নম্বরে।

পাঞ্জাবের বিপক্ষে অবশ্য কিপটে বোলিংই করেছেন মোস্তাফিজ। ৪ ওভারে খরচ মাত্র ২২ রান। মেডেনও নিয়েছেন নিজের তৃতীয় ওভারে। তবে শেষ ওভারে দিয়েছেন ৪টি ওয়াইড। নইলে ম্যাচটা শেষ করতে পারতেন ১৮ রান দিয়ে।

প্রথম ওভারে মোস্তাফিজ দেন ৩ রান,  পরের ওভারেই ১০। এরপর ইনিংসের পনেরতম ওভারে ফিরেই নেন মেডেন। আর শেষ ওভারে খরচ ৯ রান।

৯ ম্যাচে ১৪ উইকেট নিয়ে শেষ হল মোস্তাফিজের এবারের অভিযান, যা তার আইপিএল ক্যারিয়ারে উইকেটের হিসেবে যৌথ দ্বিতীয় সেরা। এর আগে ২০২১ সালে রাজস্থান রয়্যালসের হয়ে ১৪ ম্যাচে ১৪ উইকেট নিয়েছিলেন মোস্তাফিজ।

২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ১৬ ম্যাচে ১৭ উইকেট নিয়েছিলেন মোস্তাফিজ। সেই রেকর্ড ছুঁতে দরকার ছিল ৩ উইকেট। কিন্তু মৌসুমের শেষ ম্যাচে থাকলেন উইকেটহীন।

এবার ৯ ম্যাচে ২০৬ বল করে ১ মেডেনসহ মোস্তাফিজের খরচ ৩১৮ রান। গড় ২২.৭১, ইকোনমি রেট ৯.২৬। বুমরার উইকেটও মোস্তাফিজের সমান ১৪টি। তবে তার ইকোনমি রেট ৬.৪০ হওয়ায় বেগুনি টুপিটা থাকছে বুমরার কাছেই।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত