Beta
শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫
Beta
শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫

মেয়েদের বিশ্বকাপে দর্শক আনতে পাপনের ভাবনা

১২ঙ
[publishpress_authors_box]

অস্ট্রেলিয়ার সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ খেলেছে বাংলাদেশ নারী দল। অথচ মিরপুরের গ্যালারি ছিল ফাঁকা। ভারতের বিপক্ষে সিলেটে হওয়া সিরিজেও দর্শক নেই। অধিনায়ক নিগার সুলতানা ৩টা স্কুলে গিয়ে ছাত্র-ছাত্রীদের মাঠে আসার অনুরোধ করলেও কাজ হয়নি।

তাই শঙ্কা, অক্টোবরে বাংলাদেশে হতে যাওয়া মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্যালারি ভরবে তো? ফাঁকা গ্যালারি ভরাতে স্কুলের শিক্ষার্থীদের কি মাঠে আনা যায়? আজ (রবিবার) রাজধানীর একটি হোটেলে বিশ্বকাপের সূচি প্রকাশের অনুষ্ঠানে এই প্রশ্ন করা হয়েছিল যুব ও ক্রীড়া মন্ত্রী এবং বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকে।

এর উত্তরটা পাপন দিলেন  এভাবে, ‘‘ফ্রি টিকেট এখন বলা মুশকিল। তবে আমরা চেষ্টা করবো। ফ্রি হওয়ার সম্ভাবনা খুবই কম। তবে বোর্ড নিজের উদ্যোগে চেষ্টা করবে যে ওদেরকে মাঠে আনার জন্য। সেটার জন্যে যদি পেমেন্ট করতে হয়, বোর্ড করবে, ওদের পক্ষ থেকে পেমেন্ট করতে হবে না। বিশ্বকাপের কোনো টিকিটই কিন্তু ফ্রি না, এই মেসেজটা আমি সবার জন্যই বলছি।’’

বিশ্বকাপ অনুষ্ঠিত হবে মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ও সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। এর কারণ হিসেবে পাপন জানালেন, ‘‘কেন দুইটা ভেন্যু, তার এক্স্যাক্ট কারণটা আমি জানি না। পসিবল যতগুলো ভেন্যু ছিল, সব দেখে ওনারা মনে করেছে এই দুই ভেন্যুতেই সবচেয়ে ভালো। আমার মনে হয় বেস্ট পসিবল অপশন যা ছিল, তাই চুজ করেছে। অন্য জায়গায় হলেও যে তা ঠিক, ছড়িয়ে যেত। আপাতত এই দুইটাকেই যদি আমরা ভালোভাবে আয়োজন করতে পারি, তাহলে ভবিষ্যতে আরও অনেক জায়গায় আয়োজন করতে পারব।’’

মেয়েদের বিশ্বকাপে বাংলাদেশের লক্ষ্য কি? অধিনায়ক নিগার সুলতানা বড় কিছুর স্বপ্ন না দেখে জানালেন বাস্তবতাটা, ‘‘যেহেতু চারটা মাস এখনও আছে, আমি নিজেও জানি না খেলতে পারব কি না। আল্লাহ যদি আমাকে রক্ষা করেন, যদি সুস্থ থাকি, আর কোনো ইস্যু যদি না থাকে তাহলে হয়তো খেলব। আমরা অনেক বেশি রোমাঞ্চিতর চেয়ে বলব যে একটু টেনশনও কাজ করছে। আমরা যে চারটা বিশ্বকাপ খেলেছি ২০১৪ ছাড়া আর কোনোটিতে ম্যাচ জিততে পারিনি। আমাদের ফোকাস প্রথমে থাকবে যেন আমরা ম্যাচ জিততে পারি বাস্তবসম্মতভাবে।’’

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত