Beta
সোমবার, ২০ মে, ২০২৪
Beta
সোমবার, ২০ মে, ২০২৪

ঢাকা-রাজবাড়ি রুটে নতুন কমিউটার ট্রেন

ss-Madaripur Comuter Rail-train-4-5-24
Picture of আঞ্চলিক প্রতিবেদক, ফরিদপুর

আঞ্চলিক প্রতিবেদক, ফরিদপুর

একসময় এসব এলাকায় চলাচলের জন্য পারাপার হতে হতো ফেরি। আর এখন যাতায়াত করা যাবে ট্রেনে।

শনিবার দুপুরে শিবচর স্টেশনের সামনে ঢাকা-শিবচর-ভাঙ্গা-রাজবাড়ি রুটে নতুন দুইটি কমিউটার ট্রেন উদ্বোধন করেন জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম।

উদ্বোধনের পরই ১২টার দিকে শিবচর স্টেশন থেকে ট্রেনটি ছেড়ে যায় ঢাকার কমলাপুর স্টেশনের উদ্দেশে। টিকিট কেটে ট্রেনটিতে উঠেন রেলমন্ত্রী, চিফ হুইপসহ অন্য অতিথিরা। পরে সেখানে গিয়ে ফিতা কেটে বাঁশি বাজিয়ে ট্রেনটি ছাড়া হয়।

ট্রেন উদ্বোধন করে নূর-ই-আলম চৌধুরী বলেন, “একসময় এখানে ফেরি পার হয়ে আসতে হতো। এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কল্যাণে দেশের সেরা মহাসড়ক এখানে হয়েছে। ঢাকার অদূরে এই এলাকায় পরিকল্পিত নগরায়নের দিকে আমরা এগিয়ে নিচ্ছি।”

প্রধান অতিথি রেলমন্ত্রী জিল্লুল হাকিম বলেন, “ভাঙ্গা হয়ে পায়রা বন্দর পর্যন্ত রেললাইন নির্মাণ করা হবে। সে লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। এ লাইনে ভাঙ্গা পর্যন্ত আরও একটি নতুন কোচ দেব আমরা। এ বছরের জুলাইয়ে যশোর পর্যন্ত রেললাইন চালু করা হবে।”

ঢাকা-ভাঙ্গা রুটে চলাচলকারী ১২১ ও ১২৪ নম্বর ট্রেনটির নাম রাখা হয়েছে ‘ভাঙ্গা এক্সপ্রেস’। আর ভাঙ্গা-রাজবাড়ী রুটে ১২২ ও ১২৩ নম্বর ট্রেনের নাম রাখা হয়েছে ‘চন্দনা এক্সপ্রেস’। ট্রেনটিতে ২৪টি প্রথম, ৪৪টি শোভন চেয়ার এবং ৪২৪টি শোভন শ্রেণির আসন ব্যবস্থা থাকবে। উভয় পথে ভাঙ্গা জংশন, শিবচর, পদ্মা ও মাওয়া স্টেশনে যাত্রা বিরতি থাকবে। এসব ট্রেন সাপ্তাহিক বন্ধ থাকবে শুক্রবার। ৫ মে রবিবার থেকে চলাচল করবে কমিউটার ট্রেন।

প্রতিদিন সকাল ৭টা ১৫ মিনিটে ট্রেন ভাঙ্গা স্টেশন থেকে ছেড়ে শিবচর স্টেশন, পদ্মা স্টেশন পদ্মা সেতু ও মাওয়া স্টেশন হয়ে ৯টার মধ্যে ঢাকার কমলাপুর পৌঁছাবে। এই ট্রেনটিই রাজবাড়ি থেকে ছেড়ে আসবে ভোর ৫টায়। সন্ধ্যা ৬টায় ট্রেনটি কমলাপুর স্টেশন থেকে ছেড়ে ৭টা ১ মিনিটে পদ্মা স্টেশন, ৭টা ২৫ মিনিটে শিবচর স্টেশন পৌঁছে ভাঙ্গায় পৌঁছবে রাত ৮টায়। এরপর ট্রেনটি রাত ৮টা ৩৮ মিনিটে ফরিদপুর পৌঁছে রাত সাড়ে ৯ টায় রাজবাড়ি পৌঁছবে।

কর্মজীবী যাত্রী ও শিক্ষার্থীরা স্বল্প খরচে এই ট্রেনে যাতায়াত করতে পারবেন। এই ট্রেনে শিবচর থেকে ভাড়া ২০৫ টাকা, ভাঙ্গা থেকে ২২৫ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত