Beta
সোমবার, ২০ মে, ২০২৪
Beta
সোমবার, ২০ মে, ২০২৪

মেয়েদের ক্রিকেটের প্রচারণায় সিলেটের তিন স্কুলে নিগাররা

IMG-20240429-WA0000
Picture of ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

মিরপুরের মত ঐতিহ্যবাহী ভেন্যুতে মেয়েদের ক্রিকেটে থাকে দর্শকখরা। সিলেটের অবস্থাও একই। ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে খাঁ খাঁ করেছে গ্যালারি।

আজ (সোমবার) বিরতি আছে সিরিজে। সুযোগটা কাজে লাগিয়ে সিলেটের তিনটি স্কুলে গিয়েছিলেন জাতীয় দলের অধিনায়ক নিগার সুলতানা, পেসার মারুফা আক্তার ও লেগ স্পিনার ফাহিমা খাতুন। সঙ্গে ছিলেন বিসিবির উইমেনস উইংয়ের হেড অব অপারেশনস ও জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার।

প্রথমে তারা যান আম্বরখানা গার্লস স্কুলে। এরপর ব্লু বার্ড স্কুল অ্যান্ড কলেজ আর আনন্দনিকেতনে। উদ্দেশ্য একটাই, শিক্ষার্থীদের মাঠে যাওয়ার আমন্ত্রণ আর মেয়েদের ক্রিকেটের প্রচারণা। বিভাগীয় এই শহরের মেয়েদের মাঠে আসার পাশাপাশি খেলার আমন্ত্রন জানিয়েছেন তারা। তিন স্কুলের প্রধানের হাতেই জাতীয় দলের সবার অটোগ্রাফ দেওয়া জার্সি তুলে দিয়েছেন তারা। কিছুক্ষণ খেলেছেন ক্রিকেটও।

এ সময় নিগার, মারুফা, ফাহিমা, বাশারদের অটোগ্রাফ পেতে হুড়োহুড়িই করেছেন শিক্ষার্থীরা। সিরিজের মাঝে এমন প্রচারণায় খুশি অধিনায়ক নিগার সুলতানা স্থানীয় সাংবাদিকদের বলেন, ‘‘খুব ভালো উদ্যোগ। পুরো দল এলে ভালো হত। মেয়েদের ক্রিকেটের প্রচারণা হল, সিরিজ নিয়ে একটা হাইপ তৈরি করা গেল।’’

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত