Beta
সোমবার, ২০ মে, ২০২৪
Beta
সোমবার, ২০ মে, ২০২৪

ওবায়দুল কাদেরের ভাইয়ের প্রার্থিতা বাতিল

শাহাদাত হোসেন (শাহাদাত কাদের)
শাহাদাত হোসেন (শাহাদাত কাদের)
Picture of আঞ্চলিক প্রতিবেদক, নোয়াখালী

আঞ্চলিক প্রতিবেদক, নোয়াখালী

উপজেলা নির্বাচনে এমপি-মন্ত্রীর স্বজনরা প্রার্থী হতে পারবেন না- আওয়ামী লীগের এই সিদ্ধান্ত যার মুখ থেকে জানান হচ্ছে, সেই ওবায়দুল কাদেরের ভাই শাহাদাত হোসেন (শাহাদাত কাদের) দাখিল করেছিলেন মনোনয়নপত্র। তবে বাছাইয়ে বাতিল হয়ে গেছে তার প্রার্থিতা।

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে আগামী ২৯ মে যেসব উপজেলায় ভোট হবে, তার মধ্যে নোয়াখালীর কোম্পানীগঞ্জও রয়েছে।

এই নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল ২ মে। কোম্পানীগঞ্জে মোট চারজন মনোনয়নপত্র দাখিল করেছিলেন।

রবিবার তাদের মনোনয়নপত্র বাছাই হয় নোয়াখালীর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে। সেখানে শাহাদাতের মনোনয়নপত্র বাতিল হয়।

এই নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ ইসমাঈল বলেন, হলফনামায় মামলা ও আয় বিবরণীর তথ্য গোপন করায় চেয়ারম্যান প্রার্থী শাহাদাত হোসেনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

এসব তথ্য সংশোধন করে জেলা প্রশাসকের কাছে আপিল করতে পরামর্শ দেওয়া হয়েছে শাহাদাতকে।

শাহাদাত সাংবাদিকদের বলেন, “আমার নামে যে মামলা ছিল, তা আমার জানা ছিল না। এছাড়া আয় বিবরণীর হিসাব দেওয়া হয়েছে, রিটার্নিং কর্মকর্তা তা খেয়াল করেননি।”

আপিল করে প্রার্থিতা ফেরত পেয়ে নির্বাচনী লড়াইয়ে নামার আশা এখনও করছেন তিনি।

শাহাদাতের বাতিল হলেও তিনজনের মনোনয়নপত্র বৈধ বলে বিবেচিত হয়েছে। তারা হলেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাদল, উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক মোহাম্মদ গোলাম শরীফ চৌধুরী পিপুল এবং যুক্তরাষ্ট্র প্রবাসী ওমর আলী।

বিএনপি বর্জন করায় উপজেলা নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করতে দলের একাধিক নেতার প্রার্থী হওয়ার পথ খুলে দেয় ক্ষমতাসীন আওয়ামী লীগ। ফলে একেকটি উপজেলায় আওয়ামী লীগের একাধিক নেতা স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন।

তবে আওয়ামী লীগ সিদ্ধান্ত দিয়েছে, মন্ত্রী ও সংসদ সদস্যদের স্বজনরা উপজেলায় প্রার্থী হতে পারবেন না।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের রবিবারও ঢাকায় সাংবাদিকদের বলেন, স্থানীয় সরকার নির্বাচনে মন্ত্রী-এমপির স্বজনদের বিরত রাখা আওয়ামী লীগের ‘নীতিগত সিদ্ধান্ত’।

তবে বিভিন্ন উপজেলায়ই মন্ত্রী-এমপির স্বজনরা প্রার্থী হচ্ছেন। সেইসঙ্গে স্বজনদের পক্ষে সংসদ সদস্যদের প্রভাব বিস্তারের অভিযোগও আসছে।   

ওবায়দুল কাদেরের আরেক ভাই আবদুল কাদের মির্জা কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার চেয়ারম্যান পদে রয়েছেন ।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত