Beta
সোমবার, ২০ মে, ২০২৪
Beta
সোমবার, ২০ মে, ২০২৪

অবিশ্বাস্য গতিতে বেড়েছে পিঙ্ক ফ্লয়েডের ‘ডার্ক সাইড অব দ্য মুন’ বিক্রি

Pink_Floyed jpeg
Picture of সকাল সন্ধ্যা ডেস্ক

সকাল সন্ধ্যা ডেস্ক

পিঙ্ক ফ্লয়েড এর ‘ডার্ক সাইড অব দ্য মুন’ সর্বকালের সবচাইতে বাণিজ্যিকভাবে সফল অ্যালবামগুলোর একটি। গত ১০ বছর ধরে অ্যালবামটির বিক্রি যেমন ভালো তেমনি দীর্ঘ সময় ধরেই ‘বিলবোর্ড ২০০’ তে এটি জায়গা করে আছে। পিঙ্ক ফ্লয়েডের এমন অন্তত হাজারখানেক ফ্যান আছেন, যারা অ্যালবামটি দ্বিতীয়বার কিনতেও আগ্রহী। আর অনুরাগীদের এমন ভালোবাসাই তাদের দীর্ঘদিন ধরে বিলবোর্ডের র‌্যাংকিংয়ে জায়গা করে দিয়েছে।

‘ডার্ক সাইড অব দ্য মুন’ এর বিক্রি গত সপ্তাহে বেড়েছে অবিশ্বাস্য গতিতে। এ বছরের ‘রেকর্ড স্টোর ডে’ উপলক্ষে অ্যালবামটির বিশেষ সংস্করণ প্রকাশ হয়। আর তারপর, এ যাবত যা যা সাফল্য দেখিয়ে যাচ্ছে অ্যালবামটি তা এক কথায় অনন্য। বিশেষ দিবসে প্রকাশিত অ্যালবাম হিসেবে ‘ডার্ক সাইড অব দ্য মুন’-কে এ বছরের বিশেষ কিছু বলতেই হয়।

গত সপ্তাহেই দেখা গেছে, ‘ডার্ক সাইড অব দ্য মুন’ যুক্তরাষ্ট্রেই কেবল ১০ হাজার ৬৭১ কপি বিক্রি হয়েছে। প্রচারের বহু ঢাক ঢোল পিটিয়েও যেখানে হাল আমলের শিল্পীদের পক্ষে এই পরিমাণ বিক্রি বেশ কঠিন। সেখানে ব্যান্ড ‘পিঙ্ক ফ্লয়েড’ এর এই অ্যালবামটি রীতিমত অর্ধশতাব্দী পুরনো।

‘রেকর্ড স্টোর ডে’ এর এক সপ্তাহ আগেই অ্যালবামটি ২ হাজার ৪৯০ কপি বিক্রি হয়েছিল। আর এরপর থেকে বিক্রি শনৈ শনৈ কেবল বেড়েই চলেছে। পরিসংখ্যান বলছে, ‘রেকর্ড স্টোর ডে’র পর থেকে সপ্তাহে সপ্তাহে এর বিক্রি বেড়েছে ৩২৮ শতাংশ হারে।

৫০ বছরের পুরনো একটি অ্যালবামের জন্য যা অবিশ্বাস্য বটে!

সপ্তাহের ব্যবধানে কোন অ্যালবামের ৮০০০ কপির বেশি বিক্রি হওয়া অভাবনীয়। আর তাতে করে বিলবোর্ডের টপ চার্টে স্থান পাওয়ার দৌড়ে ‘ডার্ক সাইড অব দ্য মুন’ এগিয়ে গেছে বহুদূর। শুধু বিক্রিবাট্টার বিচারে অ্যালবামটি জায়গা করে নিয়েছে ১০ নম্বরে।আর বিলবোর্ড র‌্যাংকিং-এ এই সেদিন এটি ঠেকেছে ৮ নম্বরে।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত