Beta
সোমবার, ২০ মে, ২০২৪
Beta
সোমবার, ২০ মে, ২০২৪

বার্সেলোনার হারে রিয়ালের শিরোপা উৎসব

22
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

লা লিগার ফল

রিয়াল ৩ : ০ কাদিজ

জিরোনা ৪ : ২ বার্সেলোনা

সান্তিয়াগো বার্নাব্যুতে কাদিজকে ৩-০ গোলে হারিয়ে নিজেদের কাজটা সেরে রেখেছিল রিয়াল মাদ্রিদ। লা লিগা শিরোপার জন্য জিরোনা-বার্সেলোনা ম্যাচ ড্র হলেই চলত। সেই ম্যাচে উল্টো ৪-২ গোলে হেরে গেছে বার্সা। তাই চার ম্যাচ হাতে রেখে ৩৬তম লা লিগা শিরোপার উৎসবে মাতল রিয়াল মাদ্রিদ।

৩৪ ম্যাচে রিয়ালের পয়েন্ট ৮৭। সমান ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে দুইয়ে চমক দেখানো জিরোনা। বার্সেলোনা ৩৪ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে নেমে গেছে তিন নম্বরে। দুইয়ে থাকা জিরোনার চেয়ে রিয়াল এগিয়ে ১৩ পয়েন্টে। এই ব্যবধান পরের চার ম্যাচে আর ঘোচানো সম্ভব নয়। লিগ নিশ্চিত করেই তাই চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের দ্বিতীয় লেগ খেলতে নামবে রিয়াল। আর জিরোনা সেরা চার নিশ্চিত করে খেলবে চ্যাম্পিয়নস লিগে।

জিরোনা-বার্সা ম্যাচটা বার্নাব্যুতেই দেখেছেন রিয়াল খেলোয়াড়রা। বার্সার হারের পর অস্থায়ী মঞ্চ তৈরি করে নেচে গেয়ে শিরোপা উদযাপন করেছেন বেলিংহাম-ভিনিসিয়ুসরা।

ন্যুক্যাম্পে জিরোনা ৪-২ গোলে হারিয়েছিল বার্সেলোনাকে। জাভি এর্নান্দেস ফিরতি ম্যাচে তাই নিতে চেয়েছিলেন প্রতিশোধ। অথচ পাঁচ মাস পর জিরোনার মাঠেও ফিরতি ম্যাচে ৪-২ গোলে হারলেন জাভিরা।

বিরতির আগে ২-১ গোলে এগিয়ে ছিল কাতালানরা। তৃতীয় মিনিটে বার্সা এগিয়ে যায় আন্দ্রেয়াস ক্রিস্টেনসেনের গোলে। পরের মিনিটেই সমতা ফেরান দোভবিক।

বদলি হয়ে নেমে জিরোনার পোর্তু করেন জোড়া গোল, অ্যাসিস্ট একটি। ছবি : এক্স

বিরতির আগে লেভানদোস্কির পেনাল্টিতে আবারও এগিয়ে যায় বার্সেলোনা। কিন্তু বিরতির পর ঘরের মাঠে জিরোনা আক্রমণের ঢেউ তুললে এলোমেলো হয়ে পড়ে কাতালানরা। ৯ মিনিটের এক ঝড়ে বার্সাকে লন্ডভন্ড করে দেয় তারা। ৬৫ ও ৭৪ মিনিটে জোড়া গোল করেন পোর্তু। ৬৭ মিনিটে লক্ষ্যভেদ করেছিলেন মিগুয়েল গুতিয়েরেজ। অ্যাসিস্ট করেছিলেন পোর্তু। বদলী হয়ে নেমে পর্তুগিজ এই উইঙ্গার বদলে দিয়েছিলেন ম্যাচের ছবিটা।

এর আগে চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের প্রথম লেগ খেলা একাদশের ১০ জনকে বেঞ্চে বসিয়ে কাদিজের বিপক্ষে দল নামিয়েছিলেন আনচেলোত্তি। থিবো কোর্তোয়া চোট কাটিয়ে মৌসুমে প্রথমবার খেলেন এই ম্যাচে। ৫০তম মিনিটে কাদিজ ফরোয়ার্ড ক্রিস্টোফার রামোসের শট ঠেকালে করতালি দিয়ে তাকে অভিনন্দন জানায় বার্নাব্যুর গ্যালারি।

৫১তম মিনিটে লুকা মদরিচের বাড়ানো বল কাদিজের চার খেলোয়াড়ের মাঝে পেয়েও দারুণভাবে নিয়ন্ত্রণে নিয়ে জালে পাঠান ব্রাহিম দিয়াজ। ৬৬তম মিনিটে বদলি নেমে দুই মিনিট পরই দিয়াজের পাসে ব্যবধান দ্বিগুণ করেন জুড বেলিংহাম। শেষ মিনিটে ব্যবধান ৩-০ করেন হোসেলু।

এটা এই মৌসুমে লা লিগায় রিয়ালের ৭৪তম গোল। তাদের পরই দ্বিতীয় সেরা ৭৩ গোল জিরোনার। ৩৪ ম্যাচে রিয়ালের জয় ২৭টি, ড্র ৬ আর হার কেবল ১টি। মৌসুমটা স্মরনীয় হয়ে থাকবে তাদের জন্য।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত