Beta
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

রোহিঙ্গা ক্যাম্পে যুবককে কুপিয়ে হত্যা

ukhiya-thana
[publishpress_authors_box]

কক্সবাজারের উখিয়া উপজেলায় রোহিঙ্গা ক্যাম্পে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার রাতে উখিয়ার ২ নম্বর ক্যাম্পে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসাইন।

নিহত রোহিঙ্গা সৈয়দুল আমিন (৪৫) ওই ক্যাম্পের এ/১১ ব্লকের আশরাফ আলীর ছেলে।

ওসি শামীম হোসাইন জানান, মঙ্গলবার রাতে ২ নম্বর ক্যাম্পের সৈয়দুল আমিনকে অজ্ঞাত পরিচয় সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। এতে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে সৈয়দুল আমিন ঘটনাস্থলেই মারা যান।

কারা কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনও নিশ্চিত নয় জানিয়ে তিনি বলেন, রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারের জেরে হত্যাকাণ্ডটি সংঘটিত হয়ে থাকতে পারে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ওসি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত