Beta
সোমবার, ২০ মে, ২০২৪
Beta
সোমবার, ২০ মে, ২০২৪

প্রকৃতি ধ্বংস করছে সরকারি দলের লোক : রিজভী

ss-rizvi-3-5-24
Picture of প্রতিবেদক, সকাল সন্ধ্যা

প্রতিবেদক, সকাল সন্ধ্যা

ক্ষমতাসীন আওয়ামী লীগের লোকেরাই প্রকৃতি ধ্বংস করছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী।

শুক্রবার ঢাকা মহানগর উত্তরের তুরাগ থানা বিএনপির এক আয়োজনে তিনি এ অভিযোগ করেন। চলমান তীব্র দাবদাহে পথচারীদের মাঝে খাবার পানি ও স্যালাইন বিতরণের এ কর্মসূচি নেয় তুরাগ থানা বিএনপি।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী বলেন, “তীব্র গরমে মানুষের নাভিশ্বাস উঠেছে। এজন্য আমরা শুধু প্রকৃতিকে দোষ দিতে পারি না, দোষ মানুষেরও আছে।”

তিনি বলেন, “লুটেরা ভুমিদস্যুরা প্রতিনিয়ত প্রকৃতিকে ধ্বংস করছে। এরা সবাই সরকারি দলের লোক। তারা যেমন প্রকৃতিকে ধ্বংস করছে, তেমন বিরোধী দলকে দমন করার পাশাপাশি ব্যবসা, জমিজমা দখল করে নিয়েছে।”

দলের নেতাকর্মীদের প্রসঙ্গ টেনে রিজভি বলেন, “বিএনপির নেতাকর্মীদের নামে মামলা দিচ্ছে, গুম খুন করছে, বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান দখল করছে আওয়ামী লীগের লোকজন। বিএনপির নেতাকর্মীরা অনেকেই ঢাকায় এসে রিকশা চালায়। এদের অনেকেই বিএ পাস, এমএ পাস।

“ওবায়দুল কাদের সাহেব বলেন- বিএনপির নেতাকর্মীরা হতাশ, তারা বিদেশে পাড়ি দিচ্ছে। বিএনপি নেতাকর্মীরা বিদেশে পাড়ি দেবে কেন? বিদেশে পাড়ি দেওয়ার ভাড়াই তো তাদের পকেটে নাই।”

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের উদ্দেশে তিনি বলেন, “মেট্রোরেলের টাকা, বিভিন্ন ঠিকাদারি টাকা, পদ্মা সেতুর টাকা, কয়লা পুড়িয়ে যে তাপ বিদ্যুৎকেন্দ্র করেছেন- এই টাকাগুলো রাখবেন কোথায়? এ টাকাগুলো লুকানোর জন্য ক্ষমতাসীন লোকরাই বিদেশ পাড়ি দিচ্ছে।”

বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞার সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, “আওয়ামী লীগের লোকজন ও তাদের ব্যবসায়ীরা কত টাকা লুটপাট করেছে- তা যাতে কেউ না জানে এজন্য বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

“কারণ আওয়ামী লীগের লোকজন ও তাদের ব্যবসায়ীরা কোন ব্যাংক থেকে কত টাকা লুটপাট করেছে- এর তথ্য হয়তো বাংলাদেশ ব্যাংকের কাছে আছে।”

রুহুল কবির রিজভী আরও বলেন, “প্রধানমন্ত্রী বলেছেন- ‘অনেক রাজনৈতিক দল আমাকে উচ্ছেদ করতে চায়। আমাকে উচ্ছেদ করে কাকে বসাবে?’ আপনাকে উচ্ছেদ করে কাউকে বসানো রাজনৈতিক দলের দায়িত্ব নয়। এটা দেশের জনগণের দায়িত্ব।”

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত