Beta
সোমবার, ২০ মে, ২০২৪
Beta
সোমবার, ২০ মে, ২০২৪

৫ বছর পর সাকিবের ঝড়ো সেঞ্চুরি

সাকিব-০৪
Picture of ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

২০১৯ বিশ্বকাপে সবশেষ সেঞ্চুরি পেয়েছিলেন সাকিব। এরপর আন্তর্জাতিক কিংবা ঘরোয়া- কোনও জায়গাতেই আর শতকের দেখা পাননি তিনি। অবশেষে দীর্ঘ ৫ বছরের খরা কাটালেন বাঁহাতি ব্যাটার। ঢাকা প্রিমিয়ার লিগে শেখ জামাল ধানমন্ডির হয়ে তিন অঙ্কের ঘর স্পর্শ করেছেন সাকিব।

শুক্রবার (৩ মে) বিকেএসপির চার নম্বর মাঠে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে মাঠে নেমেছে শেখ জামাল। এই ম্যাচে ঝড়ো সেঞ্চুরি পেয়েছেন সাকিব। মাত্র ৭৩ বলে পূরণ করেন শতক। যদিও তিন অঙ্কের ঘরে যাওয়ার পর বেশিক্ষণ টিকতে পারেননি। আউট হয়েছেন ১০৭ রান করে। ৭৯ বলের ইনিংসে মেরেছেন ৯ চারের সঙ্গে ৭ ছক্কা।

শুক্রবারই জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামছে বাংলাদেশ। প্রস্তুতিতে ঘাটতি থাকায় এই সিরিজের প্রথম তিন ম্যাচে নেই সাকিব। জাতীয় দলে ফেরার মিশনে খেলছেন ঢাকা প্রিমিয়ার লিগ। আগের ম্যাচে খেলেছিলেন ৪৯ রানের ইনিংস। আর এবার পেলেন ঝড়ো সেঞ্চুরি।

২২ গজে যেকোনও ফরম্যাটে সাকিব সর্বশেষ সেঞ্চুরি পেয়েছিলেন ২০১৯ বিশ্বকাপে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেই ম্যাচে তার ব্যাট থেকে এসেছিল অপরাজিত ১০৪ রানের ইনিংস।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত