Beta
রবিবার, ১৯ মে, ২০২৪
Beta
রবিবার, ১৯ মে, ২০২৪

সাকিব দুষ্টুমি করে বলেছে, ধারণা বিসিবি সভাপতির

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ও সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত
বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ও সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত
Picture of ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

ঢাকা প্রিমিয়ার লিগ ৫০ ওভারের টুর্নামেন্ট। কিন্তু সামনেই যেহেতু টি-টোয়েন্টি বিশ্বকাপ, সেকারণে এই লিস্ট ‘এ’ প্রতিযোগিতার সুপার লিগ কুড়ি ওভারের হওয়া উচিত ছিল বলে মন্তব্য করেছিলেন সাকিব আল হাসান। সাকিবের ওই বক্তব্য প্রসঙ্গে ক্রীড়ামন্ত্রী ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানালেন, বাঁহাতি অলরাউন্ডার হয়তো দুষ্টুমি করে কথাটা বলেছেন।  

গত পরশু পেসার রুবেল হোসেনের ব্যবসাপ্রতিষ্ঠান ‘রুবেল এক্সপ্রেস’-এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন সাকিব। সেখানেই তিনি জানিয়েছিলেন, ঢাকা প্রিমিয়ার লিগের সুপার লিগ টি-টোয়েন্টি সংস্করণে হওয়া উচিত ছিল। তার বক্তব্য ছিল এরকম, “সুপার লিগটা টি-টোয়েন্টি সংস্করণে হলে ভালো হতো, ক্রিকেটারদের জন্যও সুবিধা হতো। এরকম পরিস্থিতিতে সারা দিন রোদের মধ্যে খেলানো ক্রিকেটারদের জন্য খুবই অমানবিক।”

সাকিবের এই বক্তব্যে প্রশ্নের মুখে পড়েছিলেন পাপন। সোমবার (৬ মে) শেষ হয়েছে ঢাকা প্রিমিয়ার লিগ। প্রতিযোগিতাটির পুরস্কার বিতরণী শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবি সভাপতি বলেছেন, “প্রিমিয়ার লিগ তো লিস্ট ‘এ’ টুর্নামেন্ট। আমি কি হঠাৎ করে লিস্ট ‘এ’ টুর্নামেন্টকে টি-টোয়েন্টি করে দিতে পারি? এটা কী ইচ্ছামতো করা যায়? এটার তো সুযোগই নেই। কথাটা হয়তো সাকিব দুষ্টুমি করে বলেছে।”

এদিকে চলছে বাংলাদেশ-জিম্বাবুয়ের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। আফ্রিকার দেশটির বিপক্ষে এই সিরিজকে দেখা হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে।

যদিও পাপনের বক্তব্য ভিন্ন, “আমি এটাকে প্রস্তুতি হিসেবে দেখি না। জিম্বাবুয়ের বিপক্ষে এই সিরিজটা বিশ্বকাপের প্রস্তুতি নয়। এটা আমাদের এফটিপির খেলা। আমি কি এফটিপির খেলায় ওদেরকে (জিম্বাবুয়ে) পয়েন্ট দিয়ে দেবো? এটার সঙ্গে এটার (বিশ্বকাপ প্রস্তুতির) কোনও সম্পর্ক নেই।”

সঙ্গে যোগ করেছে, “আমরা ইউএসএ-তে (যুক্তরাষ্ট্রে তিন ম্যাচের সিরিজ) খেলাতে চাচ্ছি ওদের কন্ডিশন, উইকেট সবকিছুর সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য। আমাকে যদি জিজ্ঞেস করেন তাহলে আগেই আমাদের এটা শেষ করা উচিত ছিল। আপনি যদি প্রস্তুতির কথা বলেন, দুই সপ্তাহ আগে প্রস্তুতির কিছু নেই। যা করার তা আগেই শুরু করার কথা ছিল “

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত