Beta
রবিবার, ১৯ মে, ২০২৪
Beta
রবিবার, ১৯ মে, ২০২৪

মিল্টনের আশ্রমের দায়িত্বে শামসুল হক ফাউন্ডেশন

চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমের সামনে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. নাসির হোসেন। ছবি : সকাল সন্ধ্যা
চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমের সামনে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. নাসির হোসেন। ছবি : সকাল সন্ধ্যা
Picture of প্রতিবেদক, সকাল সন্ধ্যা

প্রতিবেদক, সকাল সন্ধ্যা

প্রতারণা ও নানা অনিয়মের অভিযোগে গেপ্তার মিল্টন সমাদ্দারের প্রতিষ্ঠিত ‘চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার’ নামের আশ্রমের দায়িত্ব নিয়েছে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন।

সোমবার এই তথ্য জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ।

দুপুরে মিন্টো রোডে নিজের কার্যালয়ে সাংবাদিকদের তিনি বলেন, “মিল্টন সমাদ্দার নতুন করে চার দিনের রিমান্ডে আছেন। এ অবস্থায় তার আশ্রমে থাকা শিশু, অসহায় বৃদ্ধ, ভারসাম্যহীন মানুষগুলোর দেখভালের দায়িত্ব নিয়েছে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন।”

আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. নাসির হোসেন রবিবার পুলিশের কাছে এসেছিলেন জানিয়ে হারুন অর রশীদ বলেন, “আমাদের অনুরোধে তিনি মিল্টন সমাদ্দারের আশ্রমের পুরো দায়িত্ব নিতে রাজি হয়েছেন। সব খরচ তিনিই বহন করবেন। অসহায় মানুষদের চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমে রেখেই সেবা দেবে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন নামক প্রতিষ্ঠানটি। আপাতত এভাবে চলবে। পরে অন্য চিন্তাভাবনা করব।”

এসময় মিল্টন সমাদ্দারের রিমান্ডে পাওয়া তথ্যের বিষয়েও জানতে চান সাংবাদিকরা।

জবাবে হারুন অর রশীদ বলেন, “মিল্টন যে মাদক সেবন করেন, ইয়াবা খান সেটি তিনি নিজেই স্বীকার করেছেন। এছাড়াও তার আরও অনেক ভয়াবহ-রোমহর্ষক ঘটনা আছে। তদন্ত শেষ না হলে এসব ঘটনা বলা ঠিক হবে না। তদন্ত শেষে এসব বিষয়ে বিস্তারিত জানানো হবে।”

পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন, আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. নাসির হোসেন।

তিনি বলেন, “মিল্টন সমাদ্দার গ্রেপ্তারের পর বয়োবৃদ্ধ মা-বাবা ও নিষ্পাপ শিশুদের খাবার-দাবার সংকট নিয়ে মিডিয়ায় আসা রিপোর্ট আমাদের ব্যথিত করেছিল। এ বিষয়ে গোয়েন্দা পুলিশের সঙ্গে কথা বলে তাদের অনুমোদন নিয়ে মিরপুর ও সাভারে মিল্টন সমাদ্দাররের চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ারের শর্টেজ খাবার ও চিকিৎসার কোনও ব্যঘাত না ঘটাতে সাময়িক দায়িত্ব পেয়েছে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন।”

সুষ্ঠুভাবে এ দায়িত্ব পালনে সবার সহযোগিতাও প্রত্যাশা করেন তিনি।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত