Beta
রবিবার, ১৯ মে, ২০২৪
Beta
রবিবার, ১৯ মে, ২০২৪
ক্রীড়ামন্ত্রী বলেছেন

আরও নিচের দিকে যাচ্ছে হকি

papon_02
Picture of ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

প্রিমিয়ার হকি লিগের শেষ ম্যাচেই হতে পারতো শিরোপার নিষ্পত্তি। শুক্রবার মওলানা ভাসানী স্টেডিয়ামে ওই ম্যাচে আবাহনীর মুখোমুখি হয়েছিল চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান। ম্যাচ জিতলেই শিরোপা উৎসব করতে পারত সাদা-কালোরা। ম্যাচে ৩-২ গোলে মোহামেডান এগিয়ে থেকেও এক পর্যায়ে মারামারিতে জড়িয়ে পড়ে। এতেই অপমৃত্যু ঘটে রোমাঞ্চকর ম্যাচের।

মোহামেডানের অভিযোগ, তাদের বিপক্ষে অন্যায় অবিচার করা হয়েছে। যে অন্যায়ের বিচার চেয়ে রবিবার সংবাদ সম্মেলনও করেছে মোহামেডান।  সংবাদ সম্মেলন করে যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসানের হস্তক্ষেপ চেয়েছে ক্লাবটি।

হকির দুরবস্থা নতুন কিছু নয়। অনিয়মিত হয়ে পড়া হকি লিগের খেলাগুলো মাঠে গড়ালেও ঠিক সময়ে শেষ করতে পারেননি আম্পায়াররা। খেলোয়াড়দের মধ্যে ঠুনকো বিষয়ে হয়েছে কথা কাটাকাটি, হাতাহাতির ঘটনাও ঘটেছে প্রতিনিয়ত। আম্পায়ারদেরও সিদ্ধান্ত নিতে ভিডিও আম্পায়ারের দ্বারস্থ হতে হয়েছে বারংবার। ৪ কোয়ার্টারে ৬০ মিনিটের একটি ম্যাচ শেষ করতে কখনও কখনও লেগে গেছে ৩ থেকে ৪ ঘন্টা।

 গত ১ এপ্রিলের ম্যাচই তরতাজা। সেদিন মোহামেডানের মুখোমুখি হয়েছিল মেরিনার ইয়াংস ক্লাব। ওই ম্যাচের শেষ কোয়ার্টার শেষ করতে সময় লাগে ৫৫ মিনিট। যেখানে মসৃণ গতিতে খেলা চালালে এক কোয়ার্টার ম্যাচ শেষ হওয়ার কথা ১৫ মিনিটেই।

সাবেক হকি তারকা রফিকুল ইসলাম কামাল এসব নিয়ে নিজের হতাশার কথা জানিয়েছেন । তার মতে, মন মানসিকতার পরিবর্তন না হলে হকিকে এগিয়ে নিয়ে যাওয়া অসম্ভব। তিনি বলেন, “সেই আগের মন মানসিকতা নিয়েই আমরা আছি। সিদ্ধান্ত বিরুদ্ধে গেলেই মেনে নিতে পারে না কেউ। বিশেষ করে ক্লাবগুলোর কথা বলব। ক্লাবগুলো নানা অজুহাতে ঝামেলায় জড়ায়।”

শুধু তাই নয়, এসব ঘটনাপ্রবাহ দেখে ক্ষোভ আর বিরক্তিও প্রকাশ করলেন কামাল, “সত্যি বলতে হকির এই বিশৃঙ্খলা দেখতে দেখতে ক্লান্ত হয়ে পড়েছি আমি।”

খেলা রেখে মারামারিতে ব্যস্ত দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব আবাহনী ও মোহামেডানের খেলোয়াড়েরা। ছবি: সংগৃহীত।

মন্ত্রীর হস্তক্ষেপেও যে খুব বেশি ইতিবাচক ফল আসবে হকিতে সেটা মানতে পারছেন না তিনি, “আসলে মন্ত্রী বড় জোর একটা গাইডলাইন দিতে পারেন ক্লাবগুলোকে। কারও প্রতি অবিচার হলে মন্ত্রী হয়তো সেটার নিষ্পত্তি করে দিতে পারেন।  কিন্তু তিনি তো বাইলজ পরিবর্তন করে দিতে পারবেন না। মাঠে খেলোয়াড়দেরকেই খেলতে হবে। তাদেরকে মানসিকতা পরিবর্তন করে সুশৃঙ্খলভাবে খেলতে হবে।”

হকি মাঠে ইদানিং দর্শকের খুব বেশি যে উপস্থিতি থাকে সেটাও বলা যাবে না। হকি ফেডারেশন এবার ফেসবুক, ইউটিউবে সম্প্রচার করেছে হকির লিগের ম্যাচগুলো। কিন্তু আবাহনী-মোহামেডানের শিরোপা নিষ্পত্তির গুরুত্বপূর্ণ ম্যাচও সরাসরি সম্প্রচারের সময় ভার্চুয়াল জগতের দর্শকও সংখ্যা ছিল হাতেগোনা।  

অথচ একটা সময় হকি ছিল খুবই সম্ভাবনাময়। হকির এমন দুরবস্থা দেখে হতাশ যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন।

ঢাকাস্থ আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস তেসা গত বৃহস্পতিবার ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপনের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফিং করেছিলেন। সেখানে হকির প্রসঙ্গ উঠলে মন্ত্রী বলেছেন, “সাত আট বছর আগে থেকেই বলছি যে হকির একটা সম্ভাবনা আছে। দূর্ভাগ্যজনক ভাবে তখন যে অবস্থা ছিল, এখন আরো খারাপ। আস্তে আস্তে আরও নিচের দিকে যাচ্ছে। এটা হল আমার এখনকার উপলব্ধি। তারপরও মনে করি হকিতে ভালো করা সম্ভব।”

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত