Beta
সোমবার, ২০ মে, ২০২৪
Beta
সোমবার, ২০ মে, ২০২৪
সানেমের অনুষ্ঠানে বক্তারা

প্রবৃদ্ধির ‘প্যারাডক্স’ অর্জন টেকে না

রবিবার ঢাকার ব্র্যাক সেন্টার ইনে ‘ইজ দ্য বাংলাদেশ প্যারাডক্স সাসটেইনেবল?’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান আয়োজন করে সানেম।
রবিবার ঢাকার ব্র্যাক সেন্টার ইনে ‘ইজ দ্য বাংলাদেশ প্যারাডক্স সাসটেইনেবল?’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান আয়োজন করে সানেম।
Picture of প্রতিবেদক, সকাল সন্ধ্যা

প্রতিবেদক, সকাল সন্ধ্যা

সরকারের গৃহীত নীতিকাঠামোর দুর্বল বাস্তবায়ন, দাপ্তরিক কর্মকাণ্ডে দুর্নীতি, সুশাসনের ঘাটতির মধ্যেও উচ্চহারে অর্থনৈতিক প্রবৃদ্ধির অর্জনকে ‘প্যারাডক্স’ বা ‘স্ববিরোধী’ আখ্যায়িত করে অর্থনীতির অনেক বিশ্লেষক বলছেন, এই ধরনের প্রবৃদ্ধি টেকসই হয় না।

রবিবার ঢাকার ব্র্যাক সেন্টার ইনে আয়োজিত ‘ইজ দ্য বাংলাদেশ প্যারাডক্স সাসটেইনেবল?’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তাদের পর্যালোচনায় এমন বক্তব্য উঠে আসে। অনুষ্ঠানটির আয়োজন করে সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনোমিক মডেলিং (সানেম)।

বইটি সম্পাদনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ও সানেমের নির্বাহী পরিচালক সেলিম রায়হান, প্যারিস স্কুল অব ইকোনোমিক্সের অধ্যাপক ফ্রাঙ্কুইজ বরগুইজিনন এবং অক্সফোর্ড পলিসি ম্যানেজমেন্টের অধ্যাপক উমর সালাম। বইটি প্রকাশ করেছে ক্যামব্রিজ ইউনিভার্সিটি প্রেস।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান সরকারের উন্নয়নের যুক্তি তুলে ধরতে চেষ্টা করেন। তিনি বলেন, “দুর্নীতি সম্পর্কে যেভাবে বক্তব্য দেওয়া হয়, তা কিছুটা কালো বাক্সের মতো। কোনও বিষয়ে পর্যাপ্ত না জানতে পারলে আমরা বলি সেখানে দুনীতি হয়েছে।”

অবশ্য তিনি বইটিতে প্রকাশিত বিভিন্ন প্রবন্ধের বিষয়ে বিশেষ করে ব্যাংকিং খাত, বিচার ব্যবস্থা, শিল্পখাতের জমির বণ্টনের আইনি সীমাবদ্ধতা, প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা সম্পর্কে নিজস্ব যুক্তি ও অভিজ্ঞতার বর্ণনা দেন।

তবে এর আগে বর্ষীয়ান অর্থনীতিবিদ রেহমান সোবহান অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি ধরে রাখার জন্য সুশাসন নিশ্চিত করার চ্যালেঞ্জগুলো তুলে ধরেন।

এসময় তিনি ইস্ট এশিয়ান মডেল- তাইওয়ান, ভিয়েতনাম, চীন, সিঙ্গাপুর ও দক্ষিণ কোরিয়ার উদাহরণ দিয়ে বলেন, “আমাদের দেশের অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য এসব দেশকে উদাহরণ হিসেবে গ্রহণ করা উচিৎ।”

তিনি বাংলাদেশ বিমানের সঙ্গে তুলনা করে প্রশ্ন করেন, রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা সিঙ্গাপুর এয়ারলাইন্স বিশ্বব্যাপী কীভাবে সেবাখাতে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে?

দেশে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম হাতে নেওয়া হলেও বাস্তবায়নের ক্ষেত্রে বৈষম্যমূলক আচরণের সমালোচনা করেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) প্রতিষ্ঠাতা রেহমান সোবহান। তিনি বলেন, ব্যাংক খাতে সংস্কারের উদ্যোগ আগেও নেওয়া হয়েছে। খেলাপি ঋণ কমেনি। অনেকে বারবার পুনঃতফসিল করে খেলাপি মুক্ত হয়ে আবার ঋণ নিয়েছেন। ৯০’ এর দশক থেকে এভাবে একটি শ্রেণিকে পৃষ্ঠপোষকতা দেওয়া হয়েছে বলে মনে করেন তিনি।

রেহমান সোবহান বলেন, আইন আছে ঋণ খেলাপিরা ভোটে প্রার্থিতা করতে পারবে না। কিন্তু নির্বাচনের আগে ১০ শতাংশ ডাউনপেমেন্ট দিয়ে খেলাপি প্রার্থীরা ঋণ পুনঃতফসিল করে ভোটে দাঁড়ায়। এটা এক ধরনের নাটক। এরপর তারা সংসদে গিয়ে পরবর্তী চার বছরে ঋণ পরিশোধ না করলে সেই টাকা আদায় কীভাবে করা হবে? এ ধরনের সদস্যদের পদত্যাগ করা উচিত।

রাজনৈতিক অর্থনীতির তত্ত্বীয় ভিত্তিতে আলস্ট্রে ইউনিভার্সিটির ডেভেলপমেন্ট ইকোনোমিকসের অধ্যাপক সিদ্দিকুর রহমান ওসমানী দেশে সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে জবাবদিহিতার আওতায় আনার বিষয়ে গুরুত্ব আরোপ করেন।

পলিসি রিচার্স ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক জায়েদী সাত্তার পোশাক খাতের উন্নয়নের জন্য ধারাবাহিকভাবে নীতি-কাঠামো, আইন ও অর্থনৈতিক সুবিধার কথা মনে করিয়ে দেন। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক এম এম আকাশ বলেন, প্রতিষ্ঠান কী ধরনের কাজ করবে তা নির্ভর করে ওই প্রতিষ্ঠানে কর্মীদের ওপর। ফলে তিনি প্রতিষ্ঠান ও আইনের আগে মানুষের আচরণকে গুরুত্ব দেন। এছাড়া তিনি খেলাপি ঋণের রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক সায়মা হক বিদিশা মনে করেন ব্যাংক খাতের একীভূতকরণের উদ্যোগ ভালো, তবে এতে কোনও সুফল আসবে কিনা, তা নিয়ে সংশয় রয়েছে।  

সানেমের নির্বাহী পরিচালক সেলিম রায়হান বইটি নিয়ে বলেন, দেশের অর্থনীতি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করার জন্য প্রয়োজনীয় হয়ে উঠবে বইটি। বৃহৎ অর্থে শিল্পখাতের নানা দিক এই বইয়ে আলোচনা করা হয়েছে। 

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিআইডিএসের গবেষণা পরিচালক মনজুর হাসান, ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভোলপমেন্টের (বিআইজিডি) সিনিয়র রিচার্স ফেলো মির্জা এম হাসান।   

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত