Beta
সোমবার, ২০ মে, ২০২৪
Beta
সোমবার, ২০ মে, ২০২৪

কালবৈশাখীর সঙ্গে শিলাবৃষ্টির আভাস

কালবৈখাশী ঝড়
দেশের বিভিন্ন অঞ্চলে হতে পারে কালবৈশাখী ঝড়। ফাইল ছবি
Picture of সকাল সন্ধ্যা ডেস্ক

সকাল সন্ধ্যা ডেস্ক

দেশের বিভিন্ন অঞ্চলে রবিবারের মতো আজ সোমবারও কালবৈশাখী ঝড় হতে পারে। এর সঙ্গে থাকতে পারে বজ্রপাতসহ শিলাবৃষ্টি।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুক জানিয়েছেন এ তথ্য।

তিনি জানান, সোমবার বিশেষ করে পশ্চিমাঞ্চলের খুলনা, রাজশাহী বিভাগ ছাড়াও সারাদেশে কালবৈশাখী ঝড় ও বৃষ্টি এবং কোথাও কোথাও শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ও রাজশাহী বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সোমবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এসেছে দিনের তাপমাত্রা কমার আভাসও। এতে বলা হয়েছে, সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। তবে সামান্য বাড়তে পারে রাতের তাপমাত্রা।

দেশের কিছু অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ কমে আসার ইঙ্গিতও আছে পূর্বাভাসে। বলা হয়েছে, ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অধিকাংশ জায়গা থেকে প্রশমিত হতে পারে।

রবিবার দেশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায়, ৪০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

সোমবার সকাল ৬টা পর্যন্ত দেশে সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে, ১২৪ মিলিমিটার। বাসস।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত