Beta
সোমবার, ২০ মে, ২০২৪
Beta
সোমবার, ২০ মে, ২০২৪

ঈশ্বরদীতে ট্রেন লাইনচ্যুত, ৫ ঘণ্টা পর সচল রেল যোগাযোগ

বুধবার রাত ৩টার দিকে লাইনচ্যুত হয় বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের একটি বগি। ছবি : সকাল সন্ধ্যা
বুধবার রাত ৩টার দিকে লাইনচ্যুত হয় বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের একটি বগি। ছবি : সকাল সন্ধ্যা
Picture of আঞ্চলিক প্রতিবেদক, বগুড়া

আঞ্চলিক প্রতিবেদক, বগুড়া

পাবনার ঈশ্বরদীতে ট্রেন লাইনচ্যুত হয়ে প্রায় পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ চালু হয়েছে।

বুধবার রাত ৩টার দিকে ঈশ্বরদীর মুলাডুলি স্টেশন অতিক্রম করার সময় ঢাকাগামী বুড়িমাড়ী এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এতে ঈশ্বরদী-ঢাকা রেলপথের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

উদ্ধারকাজ শেষে বৃহস্পতিবার সকাল ৮টা ১০ মিনিটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় পাকশী বিভাগীয় রেলওয়ের পরিবহন কর্মকর্তা (ডিটিও) আনোয়ার হোসেনকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেল কর্তৃপক্ষ। কমিটির অন্য দুই সদস্য হলেন– পাকশী বিভাগীয় রেলওয়ের যান্ত্রিক প্রকৌশলী (ক্যারেজ) মমতাজুল ইসলাম, বিভাগীয় প্রকৌশলী-২ বীরবল মণ্ডল।

উদ্ধারকাজ শেষে বৃহস্পতিবার সকাল ৮টা ১০ মিনিটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এসব বিষয় জানিয়ে পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) শাহ সুফী নুর মোহাম্মদ বলেন, সকাল ৮ টা ১০ মিনিটে রেল যোগাযোগ চালু করা হয়েছে। এখন ট্রেন স্বাভাবিকভাবে চলছে। লাইনচ্যুতের ঘটনায় তদন্ত কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

রেল বিভাগ সূত্রে জানা গেছে, বুধবার রাতে বুড়িমাড়ী লালমনিরহাট থেকে আন্তঃনগর ৮১০নং বুড়িমাড়ী এক্সপ্রেস ট্রেনটি ঢাকা যাচ্ছিল। রাত ৩টার দিকে ঈশ্বরদী-ঢাকা রেলরুটের মুলাডুলি রেলস্টেশন অতিক্রম করার পর আউটারে ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। মেইন লাইনে ট্রেনটি লাইনচ্যুত হওয়ার কারণে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ হয়ে যায়।

এ সময় বিভিন্ন স্থানে কয়েকটি যাত্রীবাহী আন্তঃনগর ট্রেন আটকা পড়ে। এতে এসব ট্রেনের যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত