Beta
শনিবার, ১২ জুলাই, ২০২৫
Beta
শনিবার, ১২ জুলাই, ২০২৫

সিলেটে সড়কে গেল ২ প্রাণ

ss-accident-sylhet-30-4-24
[publishpress_authors_box]

সিলেটে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার দুপুর একটার দিকে সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের ধুপাগুল এলাকার লালবাগ নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন সিলেটের গোয়াইনঘাট উপজেলার নোয়াগাঁওয়ের রফিক মিয়ার ছেলে তুহিন মিয়া ও একই গ্রামের সিরাজ উদ্দিনের স্ত্রী সালেতুন্নেসা (৬০)।

সিলেট বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুনু মিয়া জানান, সিলেট থেকে ছেড়ে যাওয়া একটি ট্রাকের সঙ্গে সিলেটের দিকে আসা সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। আহত হন আরও দুজন।

খবর পেয়ে সিলেট এয়ারপোর্ট থানা পুলিশ গিয়ে হতাহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

দুর্ঘটনার পরই ট্রাকচালক পালিয়ে যায়। বর্তমানে ট্রাক ও অটোরিকশা পুলিশের হেফাজতে রয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত