Beta
বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
Beta
বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫

 আশা বাঁচিয়ে রাখলেন কোহলিরা

kk
[publishpress_authors_box]

এবারের আইপিএলে ২৫০ রানের বেশি তাড়া করে জেতার রেকর্ড আছে। সেখানে গুজরাট টাইটানস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু মিলে কিনা করল মাত্র ২৯৯ রান! আইপিএলে দুই দলের আগের কোনও ম্যাচ শেষ হয়নি এত কম রানে।

শুরুতে ব্যাট করে গুজরাট অলআউট হয়েছিল ১৪৭ রানে। ৩৮ বল ও ৪ উইকেট হাতে রেখে সহজ জয় বেঙ্গালুরুর। ৬ উইকেটের জয়ে প্লে-অফের আশা বাঁচিয়ে রাখল বেঙ্গালুরু। ১১ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে তারা এখন ৭ নম্বরে। গুজরাটের পয়েন্ট সমান ৮ হলেও নেট রান রেটে তারা ৯ নম্বরে।

কোহলি ও ফাফ ডু প্লেসি ওপেনিংয়ে পাওয়ার প্লেতেই গড়েছিলেন ৯২ রানের জুটি। গুজরাট টাইটানস পাওয়ার প্লেতে করেছিল ৩ উইকেট ২৩ রান। সেখানে বেঙ্গালুরু ১.৩ ওভারেই করেছিল ২৯ রান! কোহলি ২৭ বলে ৪২ আর ডু প্লেসি ২৩ বলে খেলেন ৬৪ রানের ইনিংস।

জস লিটল ৪ উইকেট নিয়ে ম্যাচ জমিয়ে তুলেছিলেন হঠাৎ করে। তবে বেঙ্গালুরুর শেষ দিকের ব্যাটারদের দৃঢ়তায় নাটকীয় কিছু হয়নি।

এর আগে গুজরাটের হয়ে শাহরুখ খান ৩৭ ও ডেভিড মিলার করেছিলেন ৩০ রান। মোহাম্মদ সিরাজ নেন ২ উইকেট।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত