Beta
সোমবার, ২০ মে, ২০২৪
Beta
সোমবার, ২০ মে, ২০২৪

বৈশাখী মেলা আয়োজন নিয়ে দুপক্ষের সংঘর্ষে নিহত ১

মো. শাওন
মো. শাওন
Picture of আঞ্চলিক প্রতিবেদক, নোয়াখালী

আঞ্চলিক প্রতিবেদক, নোয়াখালী

নোয়াখালীর সেনবাগ উপজেলায় বৈশাখী মেলা আয়োজন করা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে এক তরুণ নিহত হয়েছে।

বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সেবারহাট বাজারের ওয়ালিমুন্সি সড়ক এলাকায় সংঘর্ষের ঘটনায় আহত হয় ছয়জন।

নিহত মো. শাওন (১৮) দক্ষিণ রাজারামপুর গ্রামের জমাদার বাড়ির মো. কচির ছেলে।

আহতদের ফেনী সদর, দাগনভূঞা ও সেনবাগ উপজেলার বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম নেওয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, কয়েকদিন আগে সেনবাগের সেবারহাট বাজার ইজারা নেন মাহফুজ, জোবায়ের ও সাইদুল হক মেম্বার। ইজারাদাররা উপজেলা প্রশাসন কিংবা থানা পুলিশের কোনও প্রকার অনুমতি না নিয়ে বৃহস্পতিবার বৈশাখী মেলা আয়োজনের প্রস্তুতি নেন। বুধবার রাতে মেলায় দোকান বসানো নিয়ে আয়োজকদের অনুসারী দুই পক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়।

তারা জানান, একপর্যায়ে রাত সাড়ে ৮টার দিকে সেবারহাট বাজারের ওয়ালিমুন্সি সড়ক এলাকায় দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। এ সময় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে শাওন নামের এক তরুণসহ অন্তত সাতজন আহত হয়। গুরুতর আহত শাওনকে ফেনী সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সেনবাগ থানার পরিদর্শক (তদন্ত) মো. হেলাল উদ্দিন জানান, দুই দল কিশোর ও তরুণের মধ্যে সংঘর্ষের ঘটনার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। প্রথমদিকে কেউই ঘটনা সত্যতা স্বীকার করেনি। পরে খোঁজ নিয়ে জানতে পারেন দুই দলের সংঘর্ষে শাওন নামের একজন নিহত হয়েছে। তার মরদেহ ফেনী সদর হাসপাতালে রয়েছে।

তিনি জানান, এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছে। এ বিষয়ে তদন্ত করে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত