Beta
রবিবার, ১৯ মে, ২০২৪
Beta
রবিবার, ১৯ মে, ২০২৪

বায়ার্ন মিউনিখে যাচ্ছেন না জিদান

ফরাসি কিংবদন্তি জিনেদিন জিদান। ছবি: টুইটার
ফরাসি কিংবদন্তি জিনেদিন জিদান। ছবি: টুইটার
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

বায়ার্ন মিউনিখের কোচ হচ্ছেন জিনেদিন জিদান- জোর গুঞ্জন উঠেছিল ইউরোপিয়ান মিডিয়ায়। প্রাথমিক আলোচনা শেষে নাকি দুই পক্ষ চুক্তির আনুষ্ঠানিকতা সারার অপেক্ষায় ছিল। যদিও জিদান জানালেন অন্য কথা। ফরাসি কিংবদন্তি নিশ্চিত করেছেন, জার্মান ক্লাবে যাচ্ছেন না তিনি।

এ বছরের শুরুর দিকে বায়ার্ন জানায়, চলতি মৌসুম শেষে তাদের বর্তমান কোচ টমাস টুখেল ক্লাব ছাড়বেন। এরপর থেকে বেশ কয়েকজন কোচকে নিয়ে গুঞ্জন শোনা গিয়েছে। তাদের মধ্যে অন্যতম জিদান। রিয়াল মাদ্রিদের দায়িত্ব ছাড়ার পর থেকে আর কোচিংয়ে জড়াননি তিনি। বায়ার্ন দিয়েই নাকি তিনি আবার ফিরতে যাচ্ছেন ডাগ আউটে।

তবে এই গুঞ্জনে জল ঢেলে দিলেন জিদান নিজেই। ফরাসি কিংবদন্তি মায়ামিতে ফর্মুলা ওয়ান গ্রাঁ প্রিঁ দেখতে গিয়েছিলেন। সেখানেই স্কাই স্পোর্টস জার্মানির প্রশ্নের মুখে পড়েছিলেন তিনি। চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে মুখোমুখি হয়েছে রিয়াল মাদ্রিদ-বায়ার্ন। এই ম্যাচ নিয়ে প্রশ্ন করতেই বিশ্বকাপজয়ী তারকা বলেছেন, “এই সপ্তাহে রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখ ম্যাচে কে জিতবে? আশা করছি মাদ্রিদ। তবে এবারের ম্যাচটি অন্যরকম হতে যাচ্ছে।”

বায়ার্নের কোচ হওয়ার গুঞ্জন নিয়ে জিদানের বক্তব্য, “ভবিষ্যতে কি আমি বায়ার্ন মিউনিখের কোচ হবো? না। তবে ম্যাচটি (চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনাল) আমি দেখব।”

অর্থাৎ, বায়ার্নের কোচ হওয়ার আলোচনায় থাকা কোচেরা একে একে সবাই সরে দাঁড়াচ্ছেন। জাবি আলোনসো বায়ার লেভারকুসেনেই থাকছেন। জুলিয়ান নাগেলসমান জার্মানি জাতীয় দলের সঙ্গে চুক্তি বাড়িয়েছেন। আর এখন জিদান জানিয়ে দিয়েছেন তার সিদ্ধান্ত।

তবে কি টুখেলই থেকে যাচ্ছেন আলিয়েঞ্জ অ্যারেনায়? টুখেলকে নিয়ে বায়ার্নের ইউটার্ন নেওয়ার গুঞ্জন কিন্তু বাতাসে ভাসছে!

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত