Beta
সোমবার, ২০ মে, ২০২৪
Beta
সোমবার, ২০ মে, ২০২৪

চেষ্টা করেও পারলেন না জ্যোতিরা

এক হাতে ক্যাচ নিয়ে ভারতের উদ্বোধনী জুটি ভাঙেন রিতু মনি। ছবি : বিসিবি।
এক হাতে ক্যাচ নিয়ে ভারতের উদ্বোধনী জুটি ভাঙেন রিতু মনি। ছবি : বিসিবি।
Picture of ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

১১৮ রানের লক্ষ্যে নেমে ১২ ওভারেই ৯১। ভারতের দুই ওপেনার যেভাবে এগোচ্ছিলেন লক্ষ্যে পৌঁছতে সর্বোচ্চ ২-৩ ওভার লাগার কথা। কিন্তু কঠিন করে তোলেন বাংলাদেশ বোলাররা। রান কম থামায় চেষ্টা করেও ব্যর্থ হতে হয় নিগার সুলতানা জ্যোতিদের।

তৃতীয় ম্যাচে ৭ উইকেটের হারে দুই ম্যাচ আগেই সিরিজ হারে বাংলাদেশ।

অথচ উদ্বোধনী জুটি ভাঙার পর জয়ের জন্য ১৯তম ওভার পর্যন্ত অপেক্ষা করতে হয় ভারতকে। দুই ওপেনার দুই ওভারের ব্যাবধানে ফিরলে রান তাড়া কিছুটা কঠিন হয় ভারত নারী দলের জন্য। কিন্তু রান কম থাকায় ওই চাপ কাটিয়ে ওঠা সহজ হয় সফরকারীদের জন্য।

দুই ওপেনার স্মৃতি মানধানা ও শেফালি ভার্মা ৯১ রানের জুটি গড়েন। শেফালি মাত্র ৩৮ বলে ৮ চারে করেন ৫১। অপরপ্রান্তে ৪২ বলে ৫ চার ও ১ ছক্কায় ৪৭ রান করেন স্মৃতি।

এদিন নারী টি-টোয়েন্টিতে তৃতীয় ওপেনিং জুটি হিসেবে দুই হাজার রানের মাইলফলক স্পর্শ করেন এই জুটি। তাদের রান ২০৭৫। নিউজিল্যান্ডের সুজি বেটস ও সোফি ডিভাইন ২৫৩৬ রান নিয়ে দ্বিতীয় এবং অস্ট্রেলিয়ার অ্যালিসা হিলি ও বেথ মুনি ২৫৬২ রান নিয়ে এ তালিকার শীর্ষে আছেন।

এর আগে সিরিজ হার এড়ানোর লড়াইয়ে দিলারা আকতারের ২৭ বলে ৩৯ ও অধিনায়ক জ্যোতির ৩৬ বলে ২৮ রানে ৮ উইকেটে ১১৭ রান করে বাংলাদেশ।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত