Beta
সোমবার, ২০ মে, ২০২৪
Beta
সোমবার, ২০ মে, ২০২৪

ভারতকে বড় রান করতে দেননি জ্যোতিরা

নারী ক্রিকেট ২
Picture of ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচের আগে ১৪০-১৫০ রান করার লক্ষ্য রেখেছিলেন নিগার সুলতানা জ্যোতি। ম্যাচে আগে ব্যাট করার সুযোগ হয়নি বাংলাদেশ নারী দলের। তবে ভারত আগে ব্যাট করলেও জ্যোতির নির্ধারিত রানেই আটকে রাখা গেছে সফরকারীদের। সিরিজের প্রথম ম্যাচে আগে ব্যাট করে ৭ উইকেটে ১৪৫ রানে থেমেছে ভারত।

ভারতকে দেড়শ’র কাছাকাছি থামানোর তৃপ্তিটা আছে বাংলাদেশের। কিন্তু দুশ্চিন্তা নিজেদের ব্যাটিং নিয়েই। জ্যোতি ছাড়া নির্ভরতার নাম হয়ে উঠতে পারেননি কোন বাংলাদেশ ব্যাটার। মুর্শিদা খাতুন, সোবহানা মোস্তারিরা শুরুর দিকে জ্যোতিকে যথেষ্ট সমর্থন দিতে ব্যর্থ হন প্রতিবারই। ওয়ানডেতে ভালো করলেও টি-টোয়েন্টিতে টপঅপর্ডারে বাংলাদেশ নারী দলের অধিনায়ককে নিঃসঙ্গই বলতে হয়।

নিচের দিকে অবশ্য স্বর্ণা আকতার ও অভিজ্ঞ ফাহিমা খাতুনের নাম বলা যায়। টি-টোয়েন্টি ব্যাটার হিসেবে তার নাম কুড়িয়েছেন বেশ। ভারতের বিপক্ষে সিরিজের প্রথমটা ইতিবাচক খাতায় শুরুর করতে হলে জ্যোতির সঙ্গে জ্বলে উঠতে হবে তাদেরও।

এর আগে বোলাররা নিজেদের কাজ ভালো ভাবেই সেরেছেন। সিলেটের স্পোর্টিং উইকেটে বাংলাদেশ পেসারদের স্লোয়ারে পরাস্ত হয়েছেন ভারত ব্যাটাররা। পরে স্পিনার রাবেয়া খাতুনের লেগ স্পিনের রহস্যও ভেদ করা হয়নি তাদের। তাই রাবেয়া নির্ধারিত ৪ ওভারে ২৩ রানে নেন ৩ উইকেট। অপর লেগী ফাহিমা নেন ১ উইকেট। পেসারদের মধ্যে ফারিহা ১টি ও মারুফা আকতার ২ উইকেট নেন।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত