Beta
রবিবার, ১৯ মে, ২০২৪
Beta
রবিবার, ১৯ মে, ২০২৪

পাহাড়ি ছড়ায় গোসলে নেমে ২ শিশুর মৃত্যু

RAMU
Picture of আঞ্চলিক প্রতিবেদক, কক্সবাজার

আঞ্চলিক প্রতিবেদক, কক্সবাজার

কক্সবাজারের রামু উপজেলায় পাহাড়ি ছড়ায় গোসল করতে নেমে দুই শিশু মারা গেছে।

সোমবার সকাল ১০টার দিকে উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চেইন্দা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান ইউপি সদস্য জাফর আলম।

মারা যাওয়া দুজন হলো- ওই এলাকার ফজল আহমদের ছেলে আব্দুর শুক্কুর (১২) ও গিয়াস উদ্দিনের ছেলে সালাহ উদ্দিন খোকা (১০)।

ইউপি সদস্য জাফর আলম জানান, আগের রাতে রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়িসহ বিভিন্ন এলাকায় হালকা ও মাঝারি বৃষ্টি হয়। এতে শুষ্ক মৌসুমে শুকিয়ে যাওয়া পাহাড়ি ছড়ার বিভিন্ন গর্তে বৃষ্টির পানি জমে।

স্থানীয়দের কাছ থেকে পাওয়া তথ্যের বরাতে তিনি বলেন, “সকালে দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের চেইন্দা এলাকার পাহাড়ি ছড়ায় গর্তে জমা পানিতে স্থানীয় ৬-৭টি শিশু গোসল করতে নামে। এক পর্যায়ে চারটি শিশু ছড়ার পানিতে ডুবে যায়।

“এসময় ঘটনাস্থলে থাকা অন্য শিশুদের চিৎকারে স্থানীয়রা এসে ওই চার শিশুকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।”

রামু থানার ওসি আবু তাহের দেওয়ান জানান, দক্ষিণ মিঠাছড়িতে পাহাড়ি ছড়ায় গোসলে নেমে দুই শিশুর মৃত্যুর খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। শিশুদের মৃতদেহ তাদের বাড়িতে রাখা হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত