Beta
রবিবার, ১৯ মে, ২০২৪
Beta
রবিবার, ১৯ মে, ২০২৪

৩ বিচারপতি শপথ নিয়ে আপিল বিভাগে

প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের সঙ্গে আপিল বিভাগের নতুন তিন বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ (বাঁ থেকে দ্বিতীয়), মো. শাহিনুর ইসলাম (সবার ডানে) ও কাশেফা হোসেন (সবার বাঁয়ে)।
প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের সঙ্গে আপিল বিভাগের নতুন তিন বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ (বাঁ থেকে দ্বিতীয়), মো. শাহিনুর ইসলাম (সবার ডানে) ও কাশেফা হোসেন (সবার বাঁয়ে)।
Picture of প্রতিবেদক, সকাল সন্ধ্যা

প্রতিবেদক, সকাল সন্ধ্যা

আপিল বিভাগের বিচারক হিসাবে শপথ নিয়েছেন তিনি বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ, মো. শাহিনুর ইসলাম ও কাশেফা হোসেন।

প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বৃহস্পতিবার সকালে সুপ্রিম কোর্ট জাজেস লাউঞ্জে তাদের শপথ বাক্য পাঠ করান।

এসময় আপিল বিভাগের বিচারপতি, হাইকোর্ট বিভাগের বিচারপতি, সুপ্রিমকোর্ট প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল গোলাম রব্বানী।

হাইকোর্ট বিভাগের এই তিন বিচারককে আপিল বিভাগে নিয়োগ দিয়ে বুধবার আইন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন হয়েছিল।

নতুন তিনজনকে নিয়ে আপিল বিভাগে এখন বিচারকের সংখ্যা দাঁড়াল আটজনে।

নতুনদের মধ্যে বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ আপিল বিভাগে দায়িত্ব পালন করতে পারবেন এক মাস কয়েকদিন। আগামী ৩১ মে তার অবসরে যাওয়ার কথা রয়েছে।

বিচারপতি শাহিনুর ইসলাম ও বিচারপতি কাশেফা হোসেনের অবসর নেবেন আগামী বছর।

সুপ্রিম কোর্টের বিচারকদের অবসরের বয়স ৬৭ বছর।

বিচারপতি আবদুল হাফিজ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি এবং এলএমএম ডিগ্রি নিয়ে ১৯৮২ সালে আইনজীবী হিসাবে কাজ শুরু করেন। ২০০৩ সালে হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসাবে নিয়োগ পান তিনি। দুই বছর পর স্থায়ী হন। ১৯ বছর ধরে তিনি হাইকোর্ট বিভাগে বিচারকাজ পরিচালনা করে আসছিলেন।

বিচারপতি মো. শাহিনুর ইসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক ডিগ্রি নিয়ে ১৯৮৩ সালে মুন্সেফ হিসাবে কর্মজীবন শুরু করেন। ২০০১ সালে তিনি পদোন্নতি পেয়ে জেলা ও দায়রা জজ হন।

একাত্তরের যুদ্ধাপরাধের বিচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন হলে ২০১০ সালে তিনি ওই ট্রাইব্যুনালের রেজিস্ট্রার পদে নিয়োগ পান। পরে ২০১২ সালে ট্রাইব্যুনালের বিচারকের দায়িত্ব পান তিনি। ট্রাইব্যুনালের চেয়ারম্যানের দায়িত্বও পালন করেন তিনি। 

শাহীনুর ইসলাম ২০১৩ সালে হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসাবে নিয়োগ পান। দুই বছর পর তার নিয়োগ স্থায়ী হয়। বয়স অনুসারে ২০২৫ সালের ৬ এপ্রিল তিনি অবসরে যাবেন।

বিচারপতি কাশেফা হোসেন পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যে। পরে এলএলবি করে তিনি ১৯৯৫ সালে আইনজীবী হিসাবে কাজ শুরু করেন। ২০০৩ সালে সুপ্রিম কোর্টের আইনজীবী হিসাবে তালিকাভুক্ত হন তিনি।

২০১৩ সালের ৫ আগস্ট হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসাবে নিয়োগ পান কাশেফা হোসেন। এর দুই বছর পর তিনি স্থায়ী হন। বয়স অনুযায়ী ২০২৫ সালের ৩০ জুন তার অবসরে যাওয়ার কথা।

বর্তমানে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান ছাড়াও আপিল বিভাগে রয়েছেন বিচারপতি এম ইনায়েতুর রহিম, বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেন।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত