Beta
সোমবার, ২০ মে, ২০২৪
Beta
সোমবার, ২০ মে, ২০২৪

চ্যাম্পিয়ন আবাহনীর কাছে মোহামেডানের হার

জয়ের ধারা ধরে রেখেছে আবাহনী। ছবি: আবাহনী ফেইসবুক
জয়ের ধারা ধরে রেখেছে আবাহনী। ছবি: আবাহনী ফেইসবুক
Picture of ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

ঢাকা প্রিমিয়ার লিগের শিরোপা আগেই নিশ্চিত করেছে আবাহনী। সুপার সিক্সের বাকি ম্যাচগুলোতে জয়-পরাজয়ে তাদের কিছু আসে-যায় না। কিন্তু চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানের বিপক্ষে ম্যাচ যে মর্যাদার লড়াই। সেখানে জয়ই থাকে মুখ্য। অপ্রতিরোধ্য আবাহনী মর্যাদার এই লড়াই জিতে অজেয় থাকার কীর্তি আরও সমৃদ্ধ করেছে।

শুক্রবার (৩ মে) সুপার লিগে মোহামেডানকে ৯ রানে হারিয়েছে আবাহনী। নারায়ণগঞ্জের খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে মোসাদ্দেক হোসেনের সেঞ্চুরিতে ৪৪.৪ ওভারে অলআউট হওয়ার আগে আবাহনী স্কোরবোর্ডে জমা করে ৩০৩ রান। সেই রান তাড়া করতে নেমে ৬ উইকেটে ২৯৪ রানের বেশি করতে পারেনি মোহামেডান।

এ নিয়ে এবারের ঢাকা প্রিমিয়ার লিগে টানা জয়ের রেকর্ড অক্ষুন্ন রাখল আবাহনী। লিগ পর্বে ১১ ম্যাচ জয়ের পর সুপার লিগে জিতল টানা চতুর্থ ম্যাচ।

টস জিতে ব্যাটিংয়ে নামা আবাহনী দুই ব্যাটারের চমৎকার ব্যাটিংয়ে ৩০০ ছাড়ানো স্কোর গড়ে। ওপেনার সাব্বির হোসেন খেলেন ৭৮ বলে ৯১ রানের ইনিংস। তার ইনিংসে ছিল ৭ চার ও ৬ ছক্কার মার। অধিনায়ক মোসাদ্দেক ছিলেন আরও ভয়ঙ্কর। টি-টোয়েন্টি মেজাজে ব্যাট করে দলকে লড়াই করার মতো সংগ্রহ এনে দেন তিনি।

দারুণ সব শট খেলে পূরণ করেন সেঞ্চুরি। শেষ পর্যন্ত খেলেন ১০১ বলে ১৩৩ রানের ঝড়ো ইনিংস। ৮ চারের সঙ্গে ১০ ছক্কায় সাজান ঝলমলে ইনিংসটি।

মোহামেডানের আবু হায়দার রনি ৮.৪ ওভারে ৪০ রান দিয়ে নেন ৩ উইকেট। তার সমান ৩ উইকেটে নিতে মেহেদী হাসান মিরাজ খরচ করেন ৫২ রান।

৩০৪ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই রনি তালুকদারের উইকেট হারায় মোহামেডান। তবে ইমরুল কায়েসের হাফসেঞ্চুরিতে (৫৯) শক্ত ভিত গড়ে তারা। এরপর রুবেল মিয়া (৬৫*) ও আবু হায়দার (৪০*) চেষ্টা করলেও হার এড়াতে পারেননি মোহামেডানের।

আবাহনীর নাহিদুল ইসলাম ১০ ওভারে ৪৪ রান দিয়ে পেয়েছেন ৩ উইকেট।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত