Beta
রবিবার, ১৯ মে, ২০২৪
Beta
রবিবার, ১৯ মে, ২০২৪
ফেডারেশন কাপ

আবারও কি আবাহনী মোহামেডান ফাইনাল

আবাহনীর ফুটবলারদের গোলের আনন্দ। ছবি: বাফুফে।
আবাহনীর ফুটবলারদের গোলের আনন্দ। ছবি: বাফুফে।
Picture of ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

আবারও ফেডারেশন কাপের ফাইনালে দেখা হওয়ার সম্ভাবনা উজ্জ্বল আবাহনী ও মোহামেডানের। মঙ্গলবার ফেডারেশন কাপের কোয়ার্টার ফাইনালে আবাহনী ৩-১ গোলে হারিয়েছে ফর্টিস এফসিকে। এতেই সমীকরণটা এমন দাঁড়িয়েছে যে চিরপ্রতদ্বন্দ্বী দুই দল গত বছরের মতো মুখোমুখি হতে পারে এই টুর্নামেন্টের।  

৭ মে প্রথম সেমিফাইনালে মোহামেডান খেলবে পুলিশ এফসির বিপক্ষে।  ১৪ মে দ্বিতীয় সেমিফাইনালে আবাহনী মুখোমুখি হবে বসুন্ধরা কিংসের। এই দুই ম্যাচে জিতলেই দুই দল আবারও মুখোমুখি হতে পারবে ফাইনালে।  

আবাহনীর ব্রাজিলিয়ান ও গ্রানাডিয়ান ফুটবলার জ্বলে উঠলেই বদলে যায় খেলা। মঙ্গলবারও দুই ব্রাজিলিয়ানের সঙ্গে গ্রানাডার কর্নেলিয়াস অসাধারণ ফুটবল খেললেন। এতেই ফেডারেশন কাপের কোয়ার্টার ফাইনালে ফর্টিস এফসিকে  হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত হয়েছে আন্দ্রেস ক্রুসিয়ানির দল।

ওয়াশিংটন, জোনাথন এবং কর্নেলিয়াস ১টি করে গোল করেছেন। ফর্টিসের ১টি গোল শোধ দিয়েছেন সাজেদ হাসান জুম্মন।

আরও একটি গোল। আরও একবার আবাহনীর ফুটবলারদের উচ্ছ্বাস। ছবি: বাফুফে।

প্রথম লেগে এই ফর্টিসের সঙ্গে ড্র করে আবাহনী। মঙ্গলবার কিংস অ্যারিনায় ফর্টিস কতটকু প্রতিরোধ গড়ে তুলতে পারে সেটাই ছিল দেখার। তবে হৃদয়-রহমতরা শুরুতে থেকে আক্রমণে এগিয়ে থেকে প্রতিপক্ষকে তেমন সুযোগই দেয়নি।

ম্যাচের ৯ মিনিটে জোনাথান ও ওয়াশিংটন দেওয়া-নেওয়া করে বক্সে ঢুকে পড়েন। শেষ পাসটা এসেছে ওয়াশিংটনের কাছ থেকে। তার পাসে দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে কর্নেলিয়াস গোলকিপার শান্ত কুমারের পাশ দিয়ে জোরালো শটে জাল কাপান।

বিরতির খানিক আগে প্রতি আক্রমণ থেকে আবাহনী ব্যবধান আরও বাড়িয়েছে। ওয়াশিংটন বাঁ প্রান্ত দিয়ে একাই বক্সে ঢুকে এক ডিফেন্ডার ও গোলকিপারের  ফাঁক দিয়ে কোনাকুনি নিচু শটে ব্যবধান দ্বিগুণ করেন।

বিরতির পর আবাহনী আরও এক গোল দেয়। ৭৮ মিনিটে বক্সের ভিতরে কর্নেলিয়াসের পাস জোনাথন গোলকিপারের ডান দিক দিয়ে জড়িয়ে দেন জালে।

যোগ করা সময়ে ফর্টিসের গোলটি করেন বাফুফের এলিট একাডেমি থেকে আসা সাজেদ হাসান জুম্মন।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত