Beta
রবিবার, ১৯ মে, ২০২৪
Beta
রবিবার, ১৯ মে, ২০২৪

আপিল বিভাগে নিয়োগ পেলেন ৩ বিচারপতি

supreme-court
Picture of প্রতিবেদক, সকাল সন্ধ্যা

প্রতিবেদক, সকাল সন্ধ্যা

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের তিন বিচারপতিকে আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি।

বুধবার আইন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

নিয়োগপ্রাপ্ত তিন বিচারপতি হলেন– বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ, বিচারপতি মো. শাহিনুর ইসলাম ও বিচারপতি কাশেফা হোসেন। 

আইন সচিব মো. গোলাম সারওয়ার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, “বাংলাদেশের সংবিধানের ৯৫ (১) অনুচ্ছেদ অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি বাংলাদেশ সুপ্রিমকোর্টে, হাইকোর্ট বিভাগে কর্মরত তিন জন বিচারককে তাদের শপথ গ্রহণের তারিখ হইতে আপিল বিভাগের বিচারক নিয়োগ করিয়াছেন।”

তিন বিচারপতির এই নিয়োগ তাদের শপথ গ্রহণের তারিখ থেকে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

এই তিন বিচারপতিকে নিয়োগের ফলে আপিল বিভাগে এখন বিচারপতির সংখ্যা দাঁড়াল আটজনে।

এর আগে সর্বশেষ ২০২২ সালের ৮ ডিসেম্বর তিন বিচারপতিকে আপিল বিভাগে নিয়োগ দেন রাষ্ট্রপতি।

প্রধান বিচারপতি ওবায়দুল হাসান ছাড়াও আপিল বিভাগে রয়েছেন বিচারপতি এম ইনায়েতুর রহিম, বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেন।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত