চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নিয়েছে বার্সেলোনা। ইউরোপসেরার প্রতিযোগিতা থেকে ছিটকে যাওয়ায় সঙ্গে আরেকটি ধাক্কা লেগেছে কাতালান ক্লাবটিতে। প্যারিস সেন্ত জার্মেইয়ের কাছে হারে ক্লাব বিশ্বকাপে খেলার আশাও শেষ হয়ে গিয়েছে তাদের।
মঙ্গলবার (১৬ এপ্রিল) চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে মুখোমুখি হয়েছিল বার্সেলোনা-পিএসজি। প্যারিসের প্রথম লেগ ৩-২ গোলে জিতে ফিরেছিল কাতালানরা। কিন্তু ঘরের মাঠ অলিম্পিক স্টেডিয়ামের ফিরতি লেগ ৪-১ গোলে বিধ্বস্ত হয়েছে। ফলে দুই লেগ মিলিয়ে ৬-৪ গোলের অগ্রগামিতায় সেমিফাইনালে পৌঁছে গেছে ফরাসি ক্লাবটি। বিপরীতে শেষ আটেই থামতে হয়েছে বার্সাকে।
ক্লাব বিশ্বকাপে নেই বার্সেলোনা
পাল্টে গেছে ক্লাব বিশ্বকাপের ফরম্যাট। ২০২৫ সালে ক্লাব ফুটবলের জমজমাট লড়াইয়ের আয়োজক যুক্তরাষ্ট্র। ৩২ দলের ক্লাব বিশ্বকাপের প্রথম আসরেই খেলা হচ্ছে না বার্সেলোনার। দলের সংখ্যা বাড়ার পরও কাতালানদের না থাকাটা ক্লাবটির সমর্থকদের জন্য চরম হতাশার। চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়ার সঙ্গেই যুক্তরাষ্ট্রের আসরে জায়গা হারানো নিশ্চিত হয়ে গেছে তাদের।
🚨 OFFICIAL: Atlético Madrid are qualified to Clubs’ World Cup.
— Fabrizio Romano (@FabrizioRomano) April 16, 2024
Barcelona will NOT be at Clubs’ World Cup.
🏴 Man City, Chelsea.
🇪🇸 Real Madrid, Atlético Madrid.
🇩🇪 Bayern, Borussia Dortmund.
🇮🇹 Inter, Juventus.
🇫🇷 PSG.
🇵🇹 Benfica, Porto.
❓ Final one: Arsenal or Salzburg. pic.twitter.com/oy6sN0KbKC
২০২৫ সালের ১৫ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র হবে ৩২ দলের ক্লাব বিশ্বকাপ। ছয় মহাদেশের ৩১ দলের সঙ্গে আয়োজক দেশের এক ক্লাব নিয়ে হবে ক্লাব ফুটবলের এই টুর্নামেন্ট। ইউরোপ থেকে সুযোগ পাবে ১২ দল। সাম্প্রতিক সময়ের পারফরম্যান্স ও র্যাঙ্কিং বিবেচনায় বার্সেলোনা পিছিয়ে থাকায় জায়গা পায়নি ক্লাব বিশ্বকাপে।
আতলেতিকোর হাসি
পিএসজির বিপক্ষে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে নামার আগে র্যাঙ্কিংয়ে আতলেতিকো মাদ্রিদ থেকে পিছিয়ে ছিল বার্সেলোনা। চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে পৌঁছাতে পারলে মাদ্রিদের ক্লাবকে পেছনে ফেলে ক্লাব বিশ্বকাপ নিশ্চিত করতে পারতো কাতালানরা। কিন্তু কোয়ার্টার ফাইনালে আটকে গেছে বার্সেলোনা। ফলে বরুসিয়া ডর্টমুন্ডের কাছে হেরে ইউরোপসেরা টুর্নামেন্ট থেকে আতলেতিকো বিদায় নিলেও র্যাঙ্কিংয়ে নড়চড় হয়নি। আতলেতিকো আগের মতোই র্যাঙ্কিংয়ে এগিয়ে নিশ্চিত করেছে ক্লাব বিশ্বকাপের টিকিট।
বার্সেলোনার আর্থিক ক্ষতি
আর্থিক দুরাবস্থায় কঠিন সময় পার করছে বার্সেলোনা। যেকারণে চাহিদা অনুযায়ী খেলোয়াড়ও আনতে পারছে না দলে। এই অবস্থায় চ্যাম্পিয়নস লিগে ভালো করতে পারলে লাভবান হতে পারতো তারা। কিন্তু পিএসজির কাছে হেরে বিদায় নিয়ে সেই সুযোগটাও হারিয়েছে জাভির দল।
🚨| Because of the loss yesterday, Barcelona lost an opportunity to earn €62.5M yesterday. €50M from the new World Cup for clubs and another €12.5M qualifying for the semi-finals. [@mundodeportivo] #fcblive pic.twitter.com/ZlaJtOFytm
— BarçaTimes (@BarcaTimes) April 17, 2024
চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে যেতে পারলে ক্লাব বিশ্বকাপ নিশ্চিত হতো বার্সেলোনার। সেটি না হওয়ায় দুই দিক থেকেই ক্ষতির মুখে পড়ল তারা। হারাল ৬২.৫ মিলিয়ন ইউরো প্রাপ্তির সুযোগ। সেমিফাইনালে গেলে বার্সেলোনার কোষাগারে জমা হতো ১২.৫ মিলিয়ন ইউরো। অন্যদিকে ক্লাব বিশ্বকাপ নিশ্চিত করলে পেত ৫০ মিলিয়ন ইউরো।
ইউরোপ থেকে ক্লাব বিশ্বকাপে কারা
২০২১ সাল থেকে ২০২৪ সালের চ্যাম্পিয়নস লিগ জয়ী চার দল সরাসরি জায়গা পাবে ক্লাব বিশ্বকাপে। গত তিন আসরের তিন চ্যাম্পিয়ন- চেলসি, রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি এরই মধ্যে তিনটি জায়গা পূরণ করেছে। তাদের সঙ্গে যুক্ত হবে এবারের চ্যাম্পিয়ন। অন্যদিকে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার ভিত্তিতে যুক্তরাষ্ট্রের টিকিট নিশ্চিত করেছে- বায়ার্ন মিউনিখ, পিএসজি, ইন্টার মিলান, পোর্তো, বরুসিয়া ডর্টমুন্ড, বেনফিকা, জুভেন্টাস ও আতলেতিকো মাদ্রিদ।
তাদের সঙ্গে সবশেষ দল হিসেবে যোগ দিতে পারে আর্সেনাল। অবশ্য এবারের চ্যাম্পিয়নস লিগ জিতলেই কেবল ক্লাব বিশ্বকাপে জায়গা পাবে গানাররা। কারণ ফিফার নিয়ম অনুযায়ী, এক দেশের দুটির বেশি ক্লাব মহাদেশীয় শ্রেষ্ঠত্ব না জিতলে ওই দেশের সর্বোচ্চ দুই ক্লাব খেলতে পারবে ক্লাব বিশ্বকাপে। আর এখানেই সুযোগ হয়ে যেতে পারে সলসবার্গের। অস্ট্রিয়ান চ্যাম্পিয়নরা র্যাঙ্কিংয়ে লিভারপুল, বার্সেলোনা ও এসি মিলানের নিচে। এরপরও তারা সুযোগ পেতে পারে ফিফার নিয়মে।