Beta
সোমবার, ২০ মে, ২০২৪
Beta
সোমবার, ২০ মে, ২০২৪

রিয়ালের বিপক্ষে পুনরায় খেলার দাবি বার্সেলোনার

রিয়াল-বার্সা-৫১
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

আরেকটি উত্তেজনাপূর্ণ এল ক্লাসিকো মঞ্চায়িত হলো সান্তিয়াগো বার্নাব্যুতে। রিয়াল মাদ্রিদ-বার্সেলোনা মহারণ, আর সেখানে বিতর্ক থাকবে না হয় নাকি! এবার আরও বড় বিতর্ক সঙ্গী হয়েছে। গোললাইন প্রযুক্তি না থাকায় ভিএআরের সিদ্ধান্তে বার্সেলোনার একটি গোল পাওয়া হয়নি। ওই গোল হলে ম্যাচটি ৩-৩ গোলে শেষ করা যেত, এমনটাই মনে করছে বার্সেলোনা। ক্লাবটির সভাপতি হোয়ান লাপোর্তা তো রিয়ালের বিপক্ষে পুনরায় ম্যাচ খেলার দাবিও জানিয়ে রাখলেন।

দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমে জুড বেলিংহামের লক্ষ্যভেদে ৩-২ গোলের জয় পেয়েছে রিয়াল। ম্যাচ শেষে হারের হতাশার চেয়ে ভিএআরের ‘ভুল’ খুঁজতে উঠেপড়ে লেগেছে বার্সেলোনা। এমনকি কাতালান ক্লাবটির সভাপতি লাপোর্তা আনুষ্ঠানিক বিবৃতিও দিয়েছেন। যেখানে তিনি জানিয়েছেন, ভিএআরের ভুল হলে রিয়ালের বিপক্ষে পুনরায় ম্যাচ আয়োজন করতে হবে।

সোমবার (২২ এপ্রিল) বার্সেলোনা ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তিতে লাপোর্তা বলেছেন, “এই ম্যাচে (রিয়াল বিপক্ষে) বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। তবে সেগুলোর মধ্যে একটি সবচেয়ে বেশি গুরুত্বতর এবং যেটি ম্যাচের ফল পাল্টে দিতে পারতো। আমি লামিনে ইয়ামালের ‘ভৌতিক গোল’-এর কথা বলছি। ক্লাব হিসেবে আমরা নিশ্চিত হতে চাই কী ঘটেছিল। এ কারণে আমরা অবিলম্বে ঘটনাটির ফুটেজ ও অডিওর সংগ্রহের জন্য অনুরোধ করব।”

বার্সেলোনা সভাপতি হোয়ান লাপোর্তা। ছবি: এফসি বার্সেলোনা

ভিএআরে ত্রুটি থাকলে কী পদক্ষেপ নেওয়া হবে, সেটিও জানিয়ে রাখলেন বার্সেলোনা সভাপতি, “যদি একবার এই দলিলপত্র বিশ্লেষণ করা হয় এবং ক্লাব বুঝতে পারে যে ঘটনা পুনর্বিবেচনার সময় ত্রুটি তৈরি করা হয়েছে, তাহলে আমরা অবশ্যই যথাযথ ব্যবস্থা নেব এবং প্রয়োজন পড়লে আইনি পদক্ষেপও নেব।”

এরপরই রিয়ালের বিপক্ষে আবার খেলার দাবি জানিয়ে রাখলেন লাপোর্তা, “যদি নিশ্চিত হয় ওই গোলটি সঠিক ছিল। তাহলে আমরা ম্যাচটি পুনরায় খেলার অনুরোধ করব। ভিএআরে ত্রুটি থাকলে ইউরোপের অন্য ম্যাচগুলোতে যেমনটা হয়েছে।”

এবারের মৌসুমেই ভিএআরের ত্রুটিতে বেলজিয়ান ফুটবলে আন্ডারলেখট ও জেঙ্কের একটি ম্যাচ পুনরায় আয়োজন করা হয়েছিল। যদিও ওই ম্যাচ নতুন করে হওয়ার কারণ ছিল পেনাল্টির সিদ্ধান্ত নিয়ে।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত