Beta
রবিবার, ১৯ মে, ২০২৪
Beta
রবিবার, ১৯ মে, ২০২৪

১৪ ম্যাচ পর ব্রাদার্সের জয়

ব্রাদার্স ইউনিয়ন প্রিমিয়ার লিগে অবশেষে জয়ের মুখ দেখেছে। ছবি: বাফুফে।
ব্রাদার্স ইউনিয়ন প্রিমিয়ার লিগে অবশেষে জয়ের মুখ দেখেছে। ছবি: বাফুফে।
Picture of ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

প্রিমিয়ার লিগ প্রায় শেষের পথে। অবনমন এরই মধ্যে চোখ রাঙাচ্ছে ব্রাদার্স ইউনিয়নকে। ব্রাদার্সকে প্রতিপক্ষ পেয়ে লিগের প্রতিটি দল মেতে উঠেছে গোল উৎসবে। অবনমন যখন নিয়তি বলে ধরেই নিয়েছিল গোপীবাগের দলটি, ঠিক সেই মুহূর্তে যেন জ্বলে উঠল। শুক্রবার প্রিমিয়ার লিগে প্রথম বারের মতো জয় পেয়েছে ব্রাদার্স।

গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে ৩-২ গোলে হারিয়ে চমক দেখিয়েছে ব্রাদার্স। ৫ গোলের রোমাঞ্চের ম্যাচে ব্রাদার্সের হয়ে ১টি করে গোল করেছেন কিংসলে, মোহসিন আহমেদ ও রাহুল। শেখ জামালের গোল দুটি করেছেন হিগোর রদ্রিগেজ ও শাকজদ সায়েমানভ।

ম্যাচের বিরতিতে যাওয়ার খানিক আগে প্রথমে গোল করে ব্রাদার্সকে এগিয়ে নিয়ে যান  এলিটা কিংসলে। অনেকক্ষণ লিড ধরেও রেখেছিল ব্রাদার্স। কিন্তু শেষ পর্যন্ত পেরে উঠেনি। ৭২ মিনিটে ব্রাজিলিয়ান হিগো লেইতে পেনাল্টি থেকে সমতায় ফেরান শেখ জামালকে। এর ৩ মিনিট পর ব্যবধান বাড়ান সায়েমানভ।

ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার হাতে ব্রাদার্সের রাব্বি হোসেন রাহুল। ছবি: বাফুফে।

শেষ ৩ মিনিটে চমক অপেক্ষা করছিল ব্রাদার্সের। ২ গোল করে শেখ জামালকে ম্যাচ থেকে ছিটকে দেয় কমলা দল। ৮৮ মিনিটে মহসিন আহমেদ গোল করে স্কোরলাইন ২-২ করেন। পরের মিনিটে রাব্বি হোসেন রাহুল গোল করে দলকে প্রথমবারের মতো ৩ পয়েন্ট এনে দেন।

এই জয়ে ১৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে লিগের তলানিতেই রয়েছে ব্রাদার্স। তাদের বাকি ৪ ম্যাচের প্রতিপক্ষ ফর্টিস এফসি, আবাহনী, শেখ রাসেল ও বাংলাদেশ পুলিশ।

প্রিমিয়ার লিগে ব্রাদার্স ইউনিয়ন ফিরেছে ২ মৌসুম পর। কিন্তু আবারও কি দলটি নেমে যাবে চ্যাম্পিয়নশিপ লিগে? ক্লাবটির ম্যানেজার আমের খান অবশ্য সেটা ভাবছেন না, “আমরা এখনও আশাবাদী। যদিও এভাবে তাড়াহুড়ো করে দল গড়ে প্রিমিয়ারে টিকে থাকা কঠিন। যখন থেকে আমরা দল হয়ে ভালো খেলা শুরু করছি ততক্ষণে লিগ শেষ। এজন্যই আমরা বাফুফের কাছে আবেদন করেছি যেন প্রিমিয়ারে দল বাড়ানো হয়। না হলে রেলিগশন বন্ধ করা হয়।”

দিয়াবাতে ছাড়া হোঁচট মোহামেডানের

মোহামেডানের আক্রমণভাগের অন্যতম প্রাণভোমরা সোলেমানে দিয়াবাতে। এবারের লিগে ১৩ গোল করে সর্বোচ্চ গোলদাতার তালিকায় আছেন সবার ওপরে। দিয়াবাতের অনুপস্থিতি যে মোহামেডানের জন্য বড় ক্ষতি সেটা হাড়ে হাড়ে টের পেয়েছে শুক্রবার।

৩ হলুদ কার্ডের খাড়ায় পড়ে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে খেলতে পারেননি দিয়াবাতে। তাকে ছাড়া মোহামেডান প্রিমিয়ার লিগে ফিরতি পর্বের ম্যাচও জিততে পারেনি। আগে গোল করেও শুক্রবার চট্টগ্রাম আবাহনীর কাছে পয়েন্ট খুইয়েছে। ম্যাচটি হয়েছে ১-১ গোলে ড্র।

 মুন্সীগঞ্জ শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে দুই দল গোলের একাধিক সুযোগ পেয়েছিল। কিন্তু ফরোয়ার্ডদের ব্যর্থতায় গোল সংখ্যা বেশি হয়নি।

ম্যাচের ২৭ মিনিটে মোহামেডান প্রথম এগিয়ে যায় আরিফ হোসেনের গোলে। বক্সের বাইরে থেকে ডান পায়ের বুলেট গতির শটে এই ফরোয়ার্ড সাদা-কালোদের এগিয়ে নেন। গোলকিপার আশরাফুল রানা চেষ্টা করেও পারেননি গোল আটকাতে।

চট্টগ্রাম আবাহনীর কাছে পয়েন্ট খুইয়ে হতাশ মোহামেডান। ছবি: বাফুফে।

তবে পিছিয়ে থেকে চট্টগ্রামের দলটি সমতায় ফেরার সুযোগ খুঁজছিল। ৩৪ মিনিটে চট্টগ্রাম আবাহনী সফলও হয়। সমতায় ফেরে ইফেগু ডেভিডের গোলে। প্রায় ২৫ গজ দূর থেকে নেওয়া ফ্রি কিকে তিনি জোরালো শটে জাল কাঁপান। গোলকিপার সুজন হোসেন বলের লাইনে ঝাঁপালেও নাগাল পাননি।

লিগে বসুন্ধরা কিংস ১৩ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে সবার ওপরে। এক ম্যাচ বেশি খেলে মোহামেডান ২৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত