Beta
সোমবার, ৬ মে, ২০২৪
Beta
সোমবার, ৬ মে, ২০২৪
বাসের ধাক্কায় ২ সহপাঠী নিহত

চুয়েট বন্ধ ঘোষণার পর বাসে আগুন

চুয়েটের প্রধান ফটক। ফাইল ছবি
চুয়েটের প্রধান ফটক। ফাইল ছবি

সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত হওয়ার প্রতিবাদে বিক্ষোভের মধ্যে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের জরুরি বৈঠক থেকে এই সিদ্ধান্ত আসে।

বৃহস্পতিবার বিকাল ৫টার মধ্যেই ছাত্রদের এবং শুক্রবার সকাল ১০টার মধ্যে ছাত্রীদের আবাসিক হল ছাড়তে বলা হয়। এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের কাছে ‘জব্দ থাকা’ দুটি বাসের একটিতে আগুন দেয়। এসব ঘটনায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে চট্টগ্রাম শহর থেকে ২৩ কিলোমিটার দূরের এই ক্যাম্পাসে।

গত ২২ এপ্রিল বিকাল ৩টার দিকে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের সেলিমা কাদের কলেজ গেট এলাকায় শাহ আমানত পরিবহনের একটি বাস মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা চুয়েটের ২০ ব্যাচের শিক্ষার্থী শান্ত সাহা ও ২১ ব্যাচের তৌফিক হোসেন ঘটনাস্থলে নিহত হয়। আহত হন জাকারিয়া হিমু নামের আরেক শিক্ষার্থী।

ঘটনার পর থেকে বাসটির চালকের বিচারসহ সাত দফা দাবিতে আন্দোলন করছিল শিক্ষার্থীরা।

২৩ এপ্রিল সকাল ১০টার দিকে ক্যাম্পাসের সামনে চট্টগ্রাম-কাপ্তাই মহাসড়ক অবরোধ করে তারা। এসময় টায়ার পুড়িয়ে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। বিক্ষোভ চলাকালে সাত দফা দাবি তুলে ধরেন ফুয়াদ ইকবাল নামে এক শিক্ষার্থী। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেওয়া হয়।

তাদের দাবির মধ্যে আরও আছে শাহ আমানত পরিবহন কর্তৃপক্ষের দৃষ্টান্তমূলক শাস্তি, ভুক্তভোগী পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দেওয়া, চট্টগ্রাম-কাপ্তাই মহাসড়ক প্রশস্তকরণ এবং দূরপাল্লার ছাড়া সব লোকাল বাস চলাচল নিষিদ্ধ করা।

এসব দাবি পূরণে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে বুধবার বাসটির চালক তাজুল ইসলামকে চট্টগ্রাম শহর থেকে গ্রেপ্তার করা হয়।

চুয়েটের ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক রেজাউল করিম সকাল সন্ধ্যাকে বলেন, “বৃহস্পতিবারও সকাল থেকে প্রধান সড়ক অবরোধ করে আন্দোলন করে আসছিল শিক্ষার্থীরা। প্রশাসন তাদের শান্ত করার চেষ্টা করে ব্যর্থ হয়েছে।

“তাই বিশ্ববিদ্যালয়ের জরুরি একাডেমিক সভায় চুয়েট বন্ধ ঘোষণা করেছেন উপাচার্য। ছেলেদের আজ বিকালের মধ্যে এবং মেয়েদের আগামীকাল সকাল ১০টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।”

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত