গত ইউরোয় সংবাদ সম্মেলনে অভাবিত কাণ্ড ঘটিয়েছিলেন ক্রিস্তিয়ানো রোনালদো। সরিয়ে দিয়েছিলেন সংবাদ সম্মেলনের টেবিলে থাকা কোকোকোলার বোতল। কোমল পানীয়তে স্বাস্থ্যঝুঁকির কথা মাথায় রেখে সেই সংবাদ সম্মেলনে উদ্বুদ্ধ করেছিলেন পানি খেতে।
রোনালদোর এমন কাণ্ডে বিশ্বব্যাপী ধস নেমেছিল কোকাকোলার। তাতে তাদের ক্ষতি হয় ৪ বিলিয়ন ইউরো। রোনালদোকে অনুসরণ করেছিলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক ডেভিড ওয়ার্নারও।
এবার একই পথে হাঁটলেন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা। আজ (বৃহস্পতিবার) বাংলাদেশের বিপক্ষে সিরিজের আগে সংবাদ সম্মেলনে কোকাকোলার বোতল সরিয়ে দেন তিনি।
তবে রাজার এমন করার পেছনে স্বাস্থ্যঝুঁকির সচেতনতা বাড়ানোর ব্যাপার নেই হয়তো। গাজায় ইসরাইলের আগ্রাসনের কারণে বিশ্বের বিভিন্ন দেশে পশ্চিমা পণ্য বর্জনের হিড়িক চলছে। এর অন্যতম কোমল পানীয় ব্র্যান্ড কোকাকোলা।
বাংলাদেশেও কোকাকোলা বয়কট করছেন অনেকে। তবে রাজা এজন্যই কোকাকোলার বোতল সরিয়েছেন কিনা জানাননি।
সিকান্দার রাজা এর আগে অনেকবার বাংলাদেশে এসেছেন জিম্বাবুয়ের হয়ে খেলতে। এসেছেন বিপিএল, ডিপিএল খেলতেও। তবে এবারই শেষ আসা কিনা নিশ্চিত নন ৩৮ বছর বয়সী রাজা। সংবাদ সম্মেলনে তিনি মুগ্ধতা জানালেন বাংলাদেশ নিয়ে, ‘‘জানি না ভবিষ্যতে কী হবে। আবারো বাংলাদেশে আসব কি না নিশ্চিত নই। যদি অবসর নিয়ে ফেলি, আমি চাইব আমার পরিবারের সদস্যরা বাংলাদেশের মানুষের ভালোবাসা, আতিথেয়তার অভিজ্ঞতা অর্জন করুক। বাংলাদেশ আমাকে অনেক ভালোবাসে।’’
বাংলাদেশকে জিম্বাবুয়ের বন্ধুও বললেন রাজা, ‘‘বাংলাদেশ জিম্বাবুয়ের খুব ভালো বন্ধু। নিয়মিত আমাদের আমন্ত্রণ জানাচ্ছে। আমি তিনবার বিপিএল খেলেছি, তিনবার ডিপিএল খেলেছি। বাংলাদেশের সঙ্গে খেলি বা ঘরোয়া দলের হয়ে, কৃতজ্ঞ আমি।’’
উগান্ডার কাছে হেরে এবারের বিশ্বকাপ খেলা হচ্ছে না জিম্বাবুয়ের। এ নিয়ে প্রশ্ন করতেই রাজা হেসে জানালেন, ‘‘আমি জানতাম এই প্রশ্নটা আসবে। ওই ঘটনাটা সব সময়ই কষ্ট দিবে। শুধু আমরা যারা খেলছি তাদের জন্য নয়, যারা ম্যানেজমেন্টে আছে তাদের জন্যও বিশ্বকাপে না যাওয়াটা সমান কষ্টের।’’
বিশ্বকাপ থেকে বিদায়ের পর জিম্বাবুয়ে সিরিজ হেরেছে আয়ারল্যান্ড ও শ্রীলঙ্কার বিপক্ষে। তবু বাংলাদেশ সিরিজের আগে অনুপ্রেরণার প্রসঙ্গ এলে ভবিষ্যৎ প্রজন্মের কথা বললেন রাজা, ‘‘ ক্রিকেট খেলতে আলাদা অনুপ্রেরণা দরকার নেই, ভেতর থেকেই আসে। আমাদের লক্ষ্য ছিল বিশ্বকাপে যাওয়া। কিন্তু হয়নি। তবে জিম্বাবুয়েতে যে ছেলেমেয়েরা ক্রিকেট খেলে, যারা ক্রিকেটে ক্যারিয়ার গড়তে চায়, তাদের প্রতি বড় দায়িত্ব আছে আমাদের। এই ছেলেমেয়ে, তাদের পরিবার, আমার দেশ আর দেশে ক্রিকেটের ভবিষ্যৎ নিশ্চিত করাই যথেষ্ট অনুপ্রেরণার জন্য।’’