Beta
সোমবার, ২০ মে, ২০২৪
Beta
সোমবার, ২০ মে, ২০২৪

ইলন মাস্কের ভারত সফর স্থগিত

ইলন মাস্ক
ইলন মাস্ক
Picture of সকাল সন্ধ্যা ডেস্ক

সকাল সন্ধ্যা ডেস্ক

টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক তার ভারত সফর স্থগিত করেছেন। কারণ হিসেবে তিনি টেসলার ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ’ কাজের চাপের কথা উল্লেখ করেছেন।

মাস্কের আগামী সপ্তাহে ভারত সফরের কথা ছিল। এই সফরে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাত ও ভারতে টেসলার কারখানা স্থাপনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে, এমনটাই জানা গিয়েছিল।

সোশাল মিডিয়া এক্সে মাস্ক লেখেন, “দুর্ভাগ্যজনকভাবে, টেসলার অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজের কারণে ভারত সফর স্থগিত করতে হচ্ছে। তবে আমি এই বছরের শেষের দিকে ভারত সফরে আগ্রহী।”

গত সপ্তাহে এক্সে মাস্ক বলেছিলেন, তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে ‘উন্মুখ’ হয়ে আছেন।

ইলন মাস্ক শুধু মোদীর সঙ্গে দেখা করতেই ভারত সফর করতে যাচ্ছিলেন না। তিনি ভারতীয় মহাকাশ প্রযুক্তি স্টার্টআপগুলোর প্রধানদের সঙ্গেও দেখা করার পরিকল্পনা করেছিলেন।

এই প্রধানদের মধ্যে ছিলেন স্কাইরুট অ্যারোস্পেসের সহ-প্রতিষ্ঠাতা পবন চন্দনা। তারা ২০২২ সালে ভারতের প্রথম ব্যক্তিপর্যায়ে রকেট উৎক্ষেপণ করেছিলেন।

মাস্ক টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা হওয়ার পাশাপাশি রকেট কোম্পানি স্পেসএক্স ও এক্স এরও প্রধান।

বিশ্বের চতুর্থ ধনী ব্যক্তি ইলন মাস্ক ভারতে ২ থেকে ৩ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দেবেন, এমনটাই আশা করা হয়েছিল। এই বিনিয়োগের অধিকাংশই নতুন টেসলা কারখানা নির্মাণের জন্য ব্যবহারের কথা ছিল, জানিয়েছে রয়টার্স ও ফাইন্যান্সিয়াল টাইমস।

কথা ছিল ভারতে লোকসভা নির্বাচন শুরু হওয়ার কয়েকদিন পরেই ইলন মাস্ক দেশটিতে যাবেন।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত