Beta
সোমবার, ২০ মে, ২০২৪
Beta
সোমবার, ২০ মে, ২০২৪
নারী ফুটবল লিগ

বন্যার জোড়া গোলে জয়ে শুরু ফরাশগঞ্জের

ফরাশগঞ্জ ক্লাবকে জেতানোর পর হাসিমুখে দুই ফুটবলার হৈমন্তী ও বন্যা (১২ নম্বর জার্সি)। রবিবার কমলাপুর স্টেডিয়ামে। ছবি: বাফুফে।
ফরাশগঞ্জ ক্লাবকে জেতানোর পর হাসিমুখে দুই ফুটবলার হৈমন্তী ও বন্যা (১২ নম্বর জার্সি)। রবিবার কমলাপুর স্টেডিয়ামে। ছবি: বাফুফে।
Picture of ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

জয় দিয়ে নারী ফুটবল লিগ শুরু করেছে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে রবিবার নিজেদের প্রথম ম্যাচে ফরাশগঞ্জ ৩-০ গোলে হারিয়েছে উত্তরা ফুটবল ক্লাবকে। বন্যা খাতুন করেছেন জোড়া গোল। অন্য গোলটি করেছেন হৈমন্তী খালকো।

বয়সভিত্তিক জাতীয় দলের বেশ কয়েকজন ফুটবলার খেলছেন ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবে। নেপালে ১-১০ মার্চ অনুষ্ঠিত অনূর্ধ্ব–১৬ নারী সাফ দলের অনন্যা মুরমু বীথি, মরিয়ম বিনতে হান্না, তাসপিয়া খাতুন, সাদিয়া আক্তার, সাথী মানদারা।

ম্যাচে ১২ মিনিটে প্রথম গোলটি করেন বন্যা। ৪৭ মিনিটে দ্বিতীয় গোল করেন হৈমন্তী। ম্যাচে প্রাধান্য বিস্তার করে খেললেও ফরাশগঞ্জ কিন্তু সেভাবে গোলের সুযোগ তৈরি করতে পারেনি। সে দিক দিয়ে উত্তরার রক্ষণভাগের তানিয়া, জোৎস্না, কামরুন নাহার বেশ ভালো করেছেন।

বন্যাকে (১২ নম্বর জার্সি) আটকানোর চেষ্টা উত্তরা ফুটবল ক্লাবের খেলোয়াড়দের। ছবি: বাফুফে।

প্রচণ্ড গরমের মধ্যে হয়েছে খেলা। যে কারণে স্বাভাবিক ফুটবল খেলতে পারেনি মেয়েরা। গোলের জন্য চেষ্টা করেছে দুই দলই। শেষ পর্যন্ত যোগ হওয়া সময়ের তৃতীয় মিনিটে বন্যা নিজের দ্বিতীয় গোলটি করলে জয় নিয়েই মাঠ ছাড়ে ফরাশগঞ্জ।

এর আগে প্রচন্ড দাবদাহের মধ্যে সকাল ও দুপুরের নারী ফুটবল লিগের ম্যাচ আয়োজন নিয়ে শুরু হয়েছিল বিতর্ক। কিন্তু পরে বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিন ঘোষণা দেন একটি করে ম্যাচ ফ্লাডলাইটের আলোতে আয়োজন করবে বাফুফে।

সেই সিদ্ধান্ত অনুসারেই রবিবার ফ্লাডলাইটে হয়েছে ঢাকা রেঞ্জার্স ফুটবল ক্লাব ও সিরাজ স্মৃতি সংসদের ম্যাচটি। এই ম্যাচে কোনও দলই জেতেনি। ম্যাচটি ড্র হয়েছে ১-১ গোলে। ৪২ মিনিটে মারফা আক্তারের গোলে এগিয়ে যায় ঢাকা রেঞ্জার্স। ৫৮ মিনিটে সিরাজ স্মৃতি সংসদকে সমতায় ফেরান নুসরাত জাহান মিতু।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত