Beta
রবিবার, ১৯ মে, ২০২৪
Beta
রবিবার, ১৯ মে, ২০২৪
নারী ফুটবল লিগ

এক ম্যাচেই ১৯ গোল দিলেন সাবিনারা

কাচারিপাড়া একাদশের জালে ১৯ গোল দেওয়ার পর সাবিনা, সানজিদাদের হাসি। ছবি: বাফুফে।
কাচারিপাড়া একাদশের জালে ১৯ গোল দেওয়ার পর সাবিনা, সানজিদাদের হাসি। ছবি: বাফুফে।
Picture of ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

কাগজে কলমে দলটির নাম নাসরিন স্পোর্টস একাডেমি। আসলে এটি দক্ষিণ এশিয়ার সেরা নারী ফুটবল দল মানে চ্যাম্পিয়ন বাংলাদেশ জাতীয় দলের ফুটবলারদের নিয়ে গড়া। তাদের সামনে যখন অনভিজ্ঞ ও অপেশাদার একটা ফুটবল দল পড়ে, ওই দলের অবস্থা কেমন হয় সেটা সহজেই অনুমেয়।

জামালপুর কাচারিপাড়া একাদশের অবস্থা ঠিক তেমনই হয়েছিল সোমবার। কমলাপুর বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে নারী ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল নাসরিন স্পোর্টস একাডেমি ও কাচারিপাড়া একাদশ। এই ম্যাচে কাচারিপাড়ার জালে গুণে গুণে ১৯ গোল দিয়েছে নাসরিন স্পোর্টস একাডেমি।

ঘরোয়া ফুটবল লিগে এটি অবশ্য বড় জয়ের রেকর্ড নয়। এর আগে ২০২১ সালে এই নাসরিন একাডেমিকেই ২০-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছিল বসুন্ধরা কিংস। যে দলে খেলেছিলেন এই সাবিনা, সানজিদারাই।

কাচারিপাড়ার গোলমুখে আরেকটি আক্রমণ মনিকা চাকমার । ছবি: বাফুফে।

লিগ শুরুর আগের দিন সংবাদ সম্মেলনে নাসরিন স্পোর্টস একাডেমির অধিনায়ক সাবিনা খাতুন বলেছিলেন, এবারের লিগে একপেশে লড়াই দেখা যাবে না। লিগ হবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। কিন্তু কোথায় কি?

নিজেদের প্রথম ম্যাচটাই এক পেশে বানিয়ে ফেললেন সাবিনা। এই ম্যাচে হ্যাটট্রিকসহ ৪টি করে গোল করেছেন—সাবিনা, শামসুন্নাহার জুনিয়র ও মারিয়া মান্দা। জোড়া গোল পেয়েছেন সানজিদা আক্তার, মাতসুশিমা সুমাইয়া ও মাসুরা পারভীন। ১টি গোল করেছেন মার্জিয়া।

কাচারিপাড়া একাদশের বেশিরভাগ ফুটবলারই হ্যান্ডবল, কাবাডি, ভলিবল খেলেছেন। পেশাদার ফুটবলে ও প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ এটাই অনেকের কাছে প্রথম। এর ওপর প্রতিপক্ষ সাবিনা, সানজিদা, শামসুন্নাহার, মনিকাদের মতো ফুটবলার।  

শামসুন্নাহার, সাবিনা ও মারিয়া- তিন জনই পেয়েছেন হ্যাটট্রিক। ছবি: বাফুফে।

পুরো ম্যাচে কাচারিপাড়ার মেয়েরা নিজের অর্ধে দাঁড়িয়েই নাসরিনের আক্রমণগুলো ঠেকিয়ে গেছে। কালেভদ্রে তাদের খেলোয়াড়েরা বল নিয়ে ওপরে ওঠার চেষ্টা করলেও সেটি খুব সহজেই প্রতিহত হয়েছে। নাসরিন স্পোর্টসের গোলকিপার রুপনা চাকমা ম্যাচে একবারও হাত দিয়ে বল ধরেননি। পুরো প্রথমার্ধে তিনি ছিলেন নীরব দর্শক। একঘেয়ে লাগছিল বলেই হয়তো ওপরে উঠে সতীর্থদের প্রতি বল বাড়িয়েছেন। দ্বিতীয়ার্ধ তাঁকে তুলে নিয়ে নামানো হয় দ্বিতীয় গোলকিপার তাসলিমাকে। তাঁর অবস্থাও ছিল একই রকম।

ম্যাচের প্রথমার্ধে ৯-০ গোলে এগিয়ে যায় নাসরিন স্পোর্টস একাডেমি। এরপর পরের অর্ধে তারা দিয়েছে বাকি ১০টি গোল।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত