Beta
সোমবার, ২০ মে, ২০২৪
Beta
সোমবার, ২০ মে, ২০২৪

চীনা তাইপের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবেন সাবিনারা

প্রায় ৫ মাস পর আবারও ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলার সুযোগ মিলছে সাবিনাদের। ছবি: বাফুফে।
প্রায় ৫ মাস পর আবারও ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলার সুযোগ মিলছে সাবিনাদের। ছবি: বাফুফে।
Picture of ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

সাফ চ্যাম্পিয়নশিপের আগে দুটি প্রীতি ফুটবল ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ জাতীয় নারী দল। আগামী ৩১ মে ও ৩ জুন চাইনিজ তাইপের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে বসুন্ধরা কিংস অ্যারিনায়।

ফেব্রুয়ারির ফিফা উইন্ডোতে ফিলিস্তিনের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার উদ্যোগ নিয়েছিল বাংলাদেশ। শেষ পর্যন্ত ফিলিস্তিন বাংলাদেশে আসতে রাজি না হওয়ায় ওই প্রীতি ম্যাচ খেলা হয়নি। অবশেষে মে-জুনের উইন্ডোতে ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন তারা।

বাফুফের নারী ফুটবল কমিটির সভা শেষে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ জানিয়েছেন, দুটি ম্যাচই হবে বসুন্ধরা কিংস অ্যারেনায়।

জুনের ৬ তারিখে ২০২৬ বিশ্বকাপ ও ২০২৭ এশিয়ান কাপের বাছাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে কিংস অ্যারেনাতেই খেলবেন জামাল ভূইয়ারা। ছেলেদের ম্যাচের তিন দিন আগে মেয়েদের ম্যাচ আয়োজনে অসুবিধা হবে না বলে জানিয়েছেন কিরণ।

তিনি বলেন,“ভেন্যু নিয়ে বসুন্ধরা কিংসের সঙ্গে কথা বলেছি আমরা। সব বিষয় সমন্বয় করেই চীনা তাইপের সঙ্গে ম্যাচ হবে। প্রথম ম্যাচটি নিয়ে এমনিতেও সমস্যা নেই; যেহেতু সেটা হবে ৩১ মে। দুটি প্রীতি ম্যাচই হবে সন্ধ্যায়। ফ্লাড লাইটে।”

বর্তমানে নারী ফুটবলাররা লিগ নিয়ে ব্যস্ত রয়েছে। সাবিনা , সানজিদাদের ফিটনেস নিয়েও তাই খুব বেশি সমস্যায় পড়তে হচ্ছে না।

মেয়েরা সর্বশেষ প্রীতি ম্যাচ খেলেছিল গত ডিসেম্বরে। সিঙ্গাপুরের বিপক্ষে। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ওই দুই ম্যাচে বাংলাদেশ জিতেছিল যথাক্রমে ৩-০ ও ৮-০ গোলে।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত