Beta
বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪

যে ফুটবলারের ভক্ত সাবিনা

সুরভী আক্তার ইতির (বাঁয়ে) সঙ্গে সাবিনা খাতুন। ছবি: সকাল সন্ধ্যা
সুরভী আক্তার ইতির (বাঁয়ে) সঙ্গে সাবিনা খাতুন। ছবি: সকাল সন্ধ্যা

মেয়েদের ফুটবলের বড় তারকা সাবিনা খাতুন। অনেক মেয়েই সাবিনাকে দেখে ফুটবলে লাথি দেওয়া শেখেন। সাবিনার মতো হতে চান। ফুটবল খেলতে গিয়ে একসময় হয়ে ওঠেন সাবিনার ভক্ত।

অথচ সেই সাবিনা খাতুন ক্যারিয়ারের শুরুতে ভক্ত ছিলেন আরেকজনের। শুক্রবার নারী ফুটবল লিগের সংবাদ সম্মেলনে এসে সাবিনা জানান,  সুরভী আক্তার ইতির ভক্ত ছিলেন তিনি।

লিগ শুরুর একদিন আগে বাফুফে ভবনে ৯ দলের অধিনায়ককে সংবাদ সম্মেলনে এনেছিল মহিলা কমিটি। প্রতি দলের অধিনায়ক নিজ দল সম্পর্কে বলছিলেন। নাসরিন স্পোর্টস একাডেমির অধিনায়ক সাবিনা খাতুন তার বক্তব্যের এক পর্যায়ে বলেন, “আমি যার ভক্ত সেই ইতি একটি ক্লাবের অধিনায়ক হিসেবে খেলছে।”

সুরভী আক্তার ইতি এবার খেলছেন উত্তরা ফুটবল ক্লাব লিমিটেডের অধিনায়ক হিসেবে।

সংবাদ সম্মেলনের আনুষ্ঠানিকতা শেষে সাবিনা বাকিদের সঙ্গে সেলফি তোলেন। এরপর ইতিকে নিয়ে সাবিনা বলেন, “আমি যখন ফুটবল শুরু করি, তখন আসলে ইতিই আমার প্রথম ভক্ত। তার গতি, শট- সবকিছুতেই আমি মুগ্ধ ছিলাম।”

 সাবিনার মুখ থেকে এমন প্রশংসা শুনে খুশি ইতি, “সে আমার ভক্ত এটা আগেও বলেছে। আজ সবার সামনে যেভাবে বলল এটা আমার জন্য দারুণ গর্বের।”

সাবিনা বাংলাদেশ দলে খেলছেন ২০০৯ সাল থেকে। সাবিনার আগে জাতীয় দলে আসেন ইতি। যদিও সেই সময় বাংলাদেশের আর্ন্তজাতিক স্বীকৃতিপ্রাপ্ত ম্যাচ ছিল না। ইতি ২০১০ সালে কক্সবাজার, ২০১৪ সালে পাকিস্তান ও ২০১৬ সালে শিলিগুড়ি সাফে বাংলাদেশ দলে ছিলেন।

ইতি অন্য মেয়েদের মতো ঘরকন্নায় ব্যস্ত হননি। তিনি ফুটবলের সঙ্গেই রয়েছেন। এখনও খেলে চলছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, “নিজেকে ফিট রাখার চেষ্টা করি। খেলতে ভালোবাসি তাই এখনও খেলে যাচ্ছি, সবসময় অপেক্ষায় থাকি কখন লিগ হবে।”

বয়সটা ত্রিশের বেশি হলেও এখনও ফুটবলই সঙ্গী ইতির। জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করেননি। তবে ফুটবলের দ্বিতীয় ধাপে এগিয়েছেন। ‘সি’ লাইসেন্স কোচিং কোর্স করেছেন।

নারায়ণগঞ্জে ফুটবলের কোচিং করান। জাতীয় দলের সাবেক ফুটবলার তৃষ্ণা চাকমা এখন সহকারী কোচ হিসেবে কাজ করছেন। সুযোগ পেলে ইতিও করতে চান, “জাতীয় দলের সঙ্গে কে না কাজ করতে চায়, আমি কোচিংয়ের সঙ্গে যুক্ত রয়েছি। যদি কখনও সুযোগ পাই অবশ্যই আমিও জাতীয় দলে কাজ করতে চাই।”

যদিও আপাতত ইতির প্রথম লক্ষ্য মেয়েদের লিগে উত্তরা ফুটবল ক্লাবকে চ্যাম্পিয়ন করানো।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত