Beta
সোমবার, ২০ মে, ২০২৪
Beta
সোমবার, ২০ মে, ২০২৪

র‌্যাবের সঙ্গে ‘সন্ত্রাসীদের গোলাগুলি’, প্রাণ গেল কৃষকের      

কক্সবাজারে সোমবার সন্ধ্যায় দুপক্ষের গোলাগুলিতে এক কৃষক মারা যান।
কক্সবাজারে সোমবার সন্ধ্যায় দুপক্ষের গোলাগুলিতে এক কৃষক মারা যান।
Picture of আঞ্চলিক প্রতিবেদক, কক্সবাজার

আঞ্চলিক প্রতিবেদক, কক্সবাজার

কক্সবাজার সদর উপজেলায় সন্ত্রাসীদের হাতে জিম্মি একটি বেসরকারি সংস্থার এক কর্মকর্তাকে উদ্ধারে অভিযান চলাকালে গুলিতে এক কৃষক নিহত হয়েছেন বলে জানিয়েছে র‌্যাব।

বাহিনীটি বলছে , সোমবার সন্ধ্যায় ভারুয়াখালী ইউনিয়নের মুরাপাড়ার এ ঘটনায় র‌্যাবের এক সদস্যসহ স্থানীয় তিন বাসিন্দ আহত হন। অভিযানে ওই সন্ত্রাসী গোষ্ঠীর প্রধান মোহাম্মদ ফরহাদ ওরফে শেরে ফরহাদকে একটি বিদেশি অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। জিম্মিদশা থেকে মুক্ত হয়েছেন বেসরকারি সংস্থা প্রত্যাশীর ঈদগাঁও শাখার মাঠ কর্মকর্তা মো. মাসুদ চৌধুরী (৩৫)। ঘটনায় জড়িত অন্য সন্ত্রাসীদের গ্রেপ্তারে অভিযান চলছে।

র‌্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন জানান, নিহত কৃষক মোহাম্মদ বায়াতুল্লাহ (৪৫) ইউনিয়নের চৌধুরী পাড়ার মৃত ছৈয়দুল হকের ছেলে। আহতদের মধ্যে আছেন র‌্যাবের সহকারী উপপরিদর্শক (এএসআই) মোহাম্মদ সরওয়ার এবং ভারুয়াখালী ইউনিয়নের চৌধুরী পাড়ার বাসিন্দা শফি উল্লাহ (৪০) ও মো. সায়মান (২০)।

ভারুয়াখালী ইউনিয়নের ঘোনার পাড়ার বাসিন্দা ফরহাদের নেতৃত্বে একটি সন্ত্রাসী গোষ্ঠী রয়েছে। তার বিরুদ্ধে খুন, অপহরণ, ডাকাতি, চাঁদাবাজি, জবরদখলসহ নানা অভিযোগে অন্তত সাতটি মামলা রয়েছে।

র‌্যাব কর্মকর্তা সাজ্জাদ হোসেন বলেন, “সোমবার বিকালে ভারুয়াখালী ইউনিয়নের মুরাপাড়ায় এনজিও কর্মকর্তা মাসুদ চৌধুরী ক্ষুদ্রঋণের কিস্তির টাকা সংগ্রহ করতে যান। এসময় ফরহাদের নেতৃত্বে ৫/৬ জন সন্ত্রাসী তাকে অস্ত্রের মুখে তুলে নিয়ে যায়। পরে তাকে মুরাপাড়াসংলগ্ন পাহাড়ি এলাকায় নিয়ে মুক্তিপণ দাবি করে।

“ঘটনাটি সন্ধ্যায় জানার পর র‌্যাবের একটি দল এনজিও কর্মকর্তাকে উদ্ধারে অভিযান চালায়। অভিযানে স্থানীয়রাও অংশ নেয়। পাহাড়ি এলাকায় সন্ত্রাসীদের গোপন আস্তানা ঘিরে ফেলার এক পর্যায়ে র‌্যাব সদস্যদের লক্ষ্য করে সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি চালায়। আত্মরক্ষার্থে র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি ছোড়ে।”

তিনি বলেন, “সন্ত্রাসীদের গুলিতে র‌্যাবের এক সদস্যসহ চারজন আহত হন। তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।”

অভিযান সম্পর্কে সাজ্জাদ হোসেন আরও বলেন, “গোলাগুলির ঘটনার খবরে র‌্যাবের অতিরিক্ত সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সাঁড়াশি অভিযান শুরু করে। একপর্যায়ে গুলিবিদ্ধ অবস্থায় সন্ত্রাসী বাহিনীর প্রধান ফরহাদকে শটগানসহ গ্রেপ্তার করা হয়। তাকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।”

র‌্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক জানান, ঘটনাস্থল থেকে হাত বাঁধা অবস্থায় এনজিও কর্মকর্তা মাসুদ চৌধুরীকে উদ্ধার করা হয়। ঘটনায় জড়িত অন্য সন্ত্রাসীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। ময়নাতদন্তের জন্য কৃষক বায়াতুল্লাহর মরদেহ সদর হাসপাতাল মর্গে রয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত