Beta
সোমবার, ২০ মে, ২০২৪
Beta
সোমবার, ২০ মে, ২০২৪

হিটস্ট্রোকে এক সপ্তাহে ১০ জনের মৃত্যু : স্বাস্থ্য অধিদপ্তর

HEAT-WAVE-07
Picture of প্রতিবেদক, সকাল সন্ধ্যা

প্রতিবেদক, সকাল সন্ধ্যা

হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে গত সাত দিনে ১০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

মঙ্গলবার অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। অধিদপ্তর বলছে, গত ২২ এপ্রিল থেকে ২৯ এপ্রিল পর্যন্ত হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে মোট ১৫ জন হাসপাতালে ভর্তি হয়। তাদের মধ্যে ১০ জনের মৃত্যু হয়েছে।

এই ১০ জনের মধ্যে মাদারীপুরের রয়েছে দুইজন। বাকিদের মধ্যে একজন করে রয়েছে রাজবাড়ী, ঝিনাইদাহ, লালমনিরহাট, বান্দরবান, চট্টগ্রাম, হবিগঞ্জ, খুলনা ও চুয়াডাঙ্গা জেলার।

এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস শাখার পরিচালক অধ্যাপক ডা. মো. শাহাদাত হোসেন সকাল সন্ধ্যাকে বলেন, দেশের বিভিন্ন জেলা হাসপাতাল, সিভিল সার্জন অফিস আর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পাঠানো তথ্যের ভিত্তিতে এই সংখ্যা পাওয়া গেছে।

বেসরকারি হাসপাতালগুলো থেকে তথ্য পেয়েছেন কিনা- এ প্রশ্নে তিনি বলেন, এই তথ্য শুধু সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান থেকে পাওয়া। এখানে বেসরকারি হাসপাতাল বা ক্লিনিকগুলোতে চিকিৎসাধীন কারও তথ্য নেই।

অধ্যাপক শাহাদাত হোসেন বলেন, “হাসপাতালগুলোতে ভর্তি হওয়া এবং হিটস্ট্রোকের সিম্পটম নিয়ে যারা এসেছেন এবং যাদের মৃত্যু হয়েছে, সে তথ্যগুলো রয়েছে।”

টানা ৩১ দিন ধরে চলা দাবদাহ আরও দুয়েকদিন স্থায়ী হতে পারে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

অধিদপ্তর আরও জানিয়েছে, ১৯৮৯ সালের পর দেশের তাপমাত্রা সর্বোচ্চে উঠেছে মঙ্গলবার। এদিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা উঠেছে যশোরে, ৪৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। যা ৩৫ বছরের মধ্যে সবচেয়ে বেশি।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা সকাল সন্ধ্যাকে বলেন, এর আগে ১৯৮৯ সালে বগুড়ায় সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ৪৪ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবারের আগে পর্যন্ত এটিই ছিল সবচেয়ে বেশি তাপমাত্রা।

শাহানাজ সুলতানা বলেন, “আমাদের কাছে রেকর্ড রয়েছে ৮৯ সাল থেকে। সে বছরে বগুড়ায় পেয়েছিলাম ৪৪ ডিগ্রি। সে হিসাবে তারপর আজকের তাপমাত্রা সর্বোচ্চ। আর ২০১৪ সালের ২১ মে চুয়াডাঙ্গায় তাপমাত্রা উঠেছিল ৪৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, যা ছিল দ্বিতীয় সর্বোচ্চ।”

মঙ্গলবার দেশের দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায়, ৪৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এদিন রাজধানী ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। সোমবার চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ৪৩ ডিগ্রি সেলসিয়াস, আর ঢাকায় ছিল ৪০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

শাহানাজ সুলতানা জানান, মঙ্গলবার চট্টগ্রাম ও সিলেট বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধ বা বৃহস্পতিবার দেশের অন্যান্য স্থানেও বৃষ্টি হতে পারে।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত